দি অ্যাপার্টমেন্ট

১৯৬০ সালের চলচ্চিত্র

দি অ্যাপার্টমেন্ট (ইংরেজি: The Apartment) হল বিলি ওয়াইল্ডার প্রযোজিত ও পরিচালিত ১৯৬০ সালের মার্কিন প্রণয়ধর্মী হাস্যরসাত্মক নাট্য চলচ্চিত্র। বিলি ওয়াইল্ডার ও আই.এ.এল ডায়মন্ড যৌথভাবে এর চিত্রনাট্য রচনা করেন। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন জ্যাক লেমনশার্লি ম্যাকলেইন। পার্শ্ব ভূমিকায় অভিনয় করেন ফ্রেড ম্যাকমুরে, রে ওয়ালস্টন, জ্যাক ক্রুশ্চেন, ডেভিড লুইস, উইলার্ড ওয়াটারম্যান, হোপ হলিডে ও এডি অ্যাডামস।

দি অ্যাপার্টমেন্ট
চলচ্চিত্রের মূল পোস্টার
The Apartment
পরিচালকবিলি ওয়াইল্ডার
প্রযোজকবিলি ওয়াইল্ডার
চিত্রনাট্যকার
  • বিলি ওয়াইল্ডার
  • আই.এ.এল. ডায়মন্ড
শ্রেষ্ঠাংশে
সুরকারআডলফ ডয়েচ
চিত্রগ্রাহকজোসেফ লাশেল
সম্পাদকড্যানিয়েল ম্যান্ডেল
প্রযোজনা
কোম্পানি
দ্য মিরিশ কোম্পানি
পরিবেশকইউনাইটেড আর্টিস্ট্‌স
মুক্তি১৫ জুন ১৯৬০
স্থিতিকাল১২৫ মিনিট
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$৩ মিলিয়ন
আয়$২৪.৬ মিলিয়ন[১]

চলচ্চিত্রটি ১৯৬০ সালের ১৫ জুন মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পায়। ছবিটি ৩৩তম একাডেমি পুরস্কারে দশটি বিভাগে মনোনীত হয় এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালনাশ্রেষ্ঠ চিত্রনাট্যসহ পাঁচটি বিভাগে পুরস্কৃত হয়।[২] লেমন ও ম্যাকলেইন তাদের অভিনয়ের জন্য একাডেমি পুরস্কারে মনোনীত হন এবং গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন।

কুশীলব সম্পাদনা

  • জ্যাক লেমন - ক্যালভিন ক্লিফোর্ড "বাড" ব্যাক্সটার, ইনস্যুরেন্স কোম্পানির কেরানী
  • শার্লি ম্যাকলেইন - ফ্রান কুবেলিক, ব্যাক্সটারের প্রেমিকা
  • ফ্রেড ম্যাকমুরে - জেফ ডি. শেলড্রেক, ব্যাক্সটারের বস ও অ্যাপার্টমেন্ট ব্যবহারকারী
  • রে ওয়ালস্টন - জো ডোবিশ, ব্যাক্সটার অফিসের ম্যানেজার ও অ্যাপার্টমেন্ট ব্যবহারকারী
  • জ্যাক ক্রুশ্চেন - ডক্টর ড্রেফাস, ব্যাক্সটারের প্রতিবেশী
  • ডেভিড লুইস - আল কার্কবি, ব্যাক্সটার অফিসের ম্যানেজার ও অ্যাপার্টমেন্ট ব্যবহারকারী
  • উইলার্ড ওয়াটারম্যান - মিস্টার ভ্যান্ডারহফ, ব্যাক্সটার অফিসের ম্যানেজার ও অ্যাপার্টমেন্ট ব্যবহারকারী
  • ডেভিড হোয়াইট - মিস্টার এইচেলবার্গার, ব্যাক্সটার অফিসের ম্যানেজার ও অ্যাপার্টমেন্ট ব্যবহারকারী
  • হোপ হলিডে - মিসেস মার্জি ম্যাকডগাল
  • এডি অ্যাডামস - মিস ওলসেন
  • জোন শলি - সিলভিয়া
  • নেওমি স্টিভেন্স - মিসেস মিলড্রেড ড্রেফাস
  • জনি সেভেন - কার্ল মাতুশকা, ফ্রানের ক্যাব ড্রাইভার
  • জয়েস জেমসন - বারে ব্লন্ডি
  • হ্যাল স্মিথ - বারে সান্তা ক্লস

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Box Office Information for The Apartment."The Numbers। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৮ 
  2. "NY Times: The Apartment"দ্য নিউ ইয়র্ক টাইমস। ১০ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা