দিল্লি-৬
২০০৯-এর হিন্দি ভাষার চলচ্চিত্র
(দিল্লি ৬ থেকে পুনর্নির্দেশিত)
এই নিবন্ধটি ইংরেজি উইকিপিডিয়ার সংশ্লিষ্ট নিবন্ধ অনুবাদ করে সম্প্রসারণ করা যেতে পারে। (নভেম্বর ২০২২) অনুবাদ করার আগে গুরুত্বপূর্ণ নির্দেশাবলী পড়ার জন্য [দেখান] ক্লিক করুন।
|
দিল্লি-৬ হল রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত ২০০৯ সালের একটি ভারতীয় হিন্দি ভাষার নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন অভিষেক বচ্চন, সোনম কাপুর, অদিতি রাও হায়দারী, ওয়াহিদা রেহমান, ঋষি কাপুর, সুপ্রিয়া পাঠক, অতুল কুলকর্ণী, পবন মালহোত্রা, দীপক ডোবরিয়াল, দিব্যা দত্তা, বিজয় রাজ ও ওম পুরি।[২] ৬ সংখ্যাটি পুরান দিল্লির চাঁদনি চক এলাকার ডাক সূচক সংখ্যা (পিন) ১১০০০৬-এর সংক্ষিপ্ত রূপকে নির্দেশ করে। অক্স ও রং দে বাসন্তী-এর পর এটি মেহরার তৃতীয় চলচ্চিত্র।
দিল্লি-৬ | |
---|---|
পরিচালক | রাকেশ ওমপ্রকাশ মেহরা |
প্রযোজক |
|
চিত্রনাট্যকার |
|
কাহিনিকার |
|
উৎস | দিল্লির বানর-মানব |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | এ আর রহমান |
চিত্রগ্রাহক | বিনোদ প্রধান |
সম্পাদক | পি. এস. ভারতী |
প্রযোজনা কোম্পানি | রাকেশ ওমপ্রকাশ মেহরা পিকচার্স |
পরিবেশক | ইউটিভি মোশন পিকচার্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৪০ মিনিট[১] |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
দুবাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পাশাপাশি মিউজিয়াম অব মডার্ন আর্ট-এ আন্তর্জাতিক প্রিমিয়ারের পর[৩] [৪] চলচ্চিত্রটি ২০০৯ সালের ২০ ফেব্রুয়ারি মুক্তি পায়।
অভিনয়ে
সম্পাদনা- অভিষেক বচ্চন - রোশন মেহরা
- সোনম কাপুর - বিট্টু শর্মা
- ওয়াহিদা রেহমান - অন্নপূর্ণা মেহরা (দাদী)
- ঋষি কাপুর - আলী বেগ
- ওম পুরী - মদনগোপাল শর্মা
- দিব্যা দত্তা - জালেবি
- তানবী আজমী - ফাতিমা মেহরা
- অতুল কুলকর্ণী - গোবর
- অদিতি রাও হায়দারী - রমা শর্মা
- সুপ্রিয়া পাঠক - বিমলা শর্মা
- শীবা চাড্ডা - রাজ্জো ভাবী
- দীপক ডোবরিয়াল - মামদু
- কে কে. রায়না - হাজী সুলায়মান
- পবন মালহোত্রা - জয় গোপাল শর্মা
- অমিতাভ বচ্চন - মিস্টার মেহরা, রোশনের দাদা (বিশেষ উপস্থিতি)
- বিনায়ক ডোভাল - ববি
- প্রেম চোপড়া - লালা ভৈরাম
- বিজয় রাজ - ইন্সপেক্টর রণবিজয় ঠাকুর
- অখিলেন্দ্র মিশ্র - তান্ত্রিক বাবা
- সাইরাস সাহুকার - সুরেশ
- গীতা বিষ্ট - শশী
- দয়া শঙ্কর পান্ডে - কুমার কুলশ্রেষ্ঠ
- রঘুবীর যাদব - রামলীলায় গায়ক
সাউন্ডট্র্যাক
সম্পাদনানং. | শিরোনাম | সঙ্গীতশিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "মাসাকালি" | মোহিত চৌহান | ৪:৫০ |
২. | "আরজিয়া" | জাভেদ আলি, কৈলাশ খের | ৮:৪১ |
৩. | "দিল্লি-৬[৫]" (ফরাসি গানের কথা: ভিভিয়ান চেইক্স, ক্লেয়ার) | ব্লেজ, বেনী দয়াল, তানভি শাহ, ভিভিয়েন চেইক্স, ক্লেয়ার | ৩:৩৬ |
৪. | "রেহনা তু" | এ আর রহমান, বেনি দয়াল, তানভি শাহ, রিশু রাজ | ৬:৫১ |
৫. | "হেয় কালা বান্দার" | কার্তিক, নরেশ আইয়ার, শ্রীনিবাস, বনি চক্রবর্তী, এম্বার | ৫:৫২ |
৬. | "দিল গিরা দাফতান" | অ্যাশ কিং, চিন্ময়ী | ৫:৩৯ |
৭. | "গেন্দা ফুল" | রেখা ভারদ্বাজ, শ্রদ্ধা পণ্ডিত, সুজাতা মজুমদার, মহতী | ২:৫০ |
৮. | "ভোর ভায়ে" (রাগ: গুজরি তোড়ি) | শ্রেয়া ঘোষাল, ওস্তাদ বড়ে গোলাম আলি খান | ৩:১৯ |
৯. | "আরতি (তুমরে ভবন মে)" | রেখা ভারদ্বাজ, কিশোরী আমনকার, শ্রদ্ধা পণ্ডিত, সুজাতা মজুমদার | ৩:০১ |
১০. | "নূর" (আবৃত্তি) | অমিতাভ বচ্চন | ০:৫০ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Delhi-6"। BBFC। ১৫ এপ্রিল ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১০।
- ↑ "Rakesh Mehra's Delhi-6 to star Hrithik Roshan and Om Puri"। m IndiaFM। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০০৬।
- ↑ "Delhi-6 to have Middle East premiere at the Dubai International Film Festival"। Bollywood Hungama। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৬।
- ↑ "Delhi-6 to have Middle East premiere at the Dubai International Film Festival"। Bollywood Hungama। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৬।
- ↑ Rathore, Tajpal (৬ মার্চ ২০০৯)। "A R Rahman Delhi - 6 Review"। BBC Music। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৩।
In stark contrast, Dilli-6, sung by Blaaze (an Indian-based rapper), is undisputedly the boldest track on the album.
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে দিল্লি-৬ (ইংরেজি)
- প্ল্যানেট বলিউডে দিল্লি-৬