দিলামের যুদ্ধ (২৭ জানুয়ারি ১৯০৩) সৌদি আরবের একত্রীকরণ সময়ের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ। এটি ১৯০৩ সালের ২৭ জানুয়ারি রিয়াদের দক্ষিণের দিলাম শহরে রশিদিসৌদিদের মধ্যে সংঘটিত হয়।

দিলামের যুদ্ধ
মূল যুদ্ধ: সৌদি আরবের একত্রীকরণ
তারিখ২৭ জানুয়ারি ১৯০৩
অবস্থান
ফলাফল নজদ সালতানাতের বিজয়
বিবাদমান পক্ষ
আল রশিদ নজদ ও হাসা আমিরাত
সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারী
আবদুল আজিজ বিন মিতাব আবদুল আজিজ ইবনে সৌদ
শক্তি
৪,০০০ ৩,৫০০
হতাহত ও ক্ষয়ক্ষতি
২৫০ ১৬০

রিয়াদ বিজয়ের পর ইবনে সৌদ উড়ো খবরের মাধ্যমে রশিদিদের বিভ্রান্ত করার পরিকল্পনা নেন। তিনি রিয়াদে ১,০০০ যোদ্ধা প্রস্তুত করেন এবং ৩,৫০০ যোদ্ধা নিয়ে শহর ত্যাগ করেন। এরপর দিলাম জয় করা হয়। রশিদিরা দিলামের নিয়ন্ত্রণ লাভের জন্য ইবনে সৌদকে অনুসরণ করে। এই যুদ্ধে রশিদিদের পক্ষে ২৫০ জন নিহত হয় এবং নজদের দক্ষিণের নিয়ন্ত্রণ তাদের সম্পূর্ণরূপে হারাতে হয়।

তথ্যসূত্র সম্পাদনা