দিব্যেন্দু পালিত

বাঙালি লেখক

দিব্যেন্দু পালিত (জন্ম: ৫ই মার্চ, ১৯৩৯ মৃত্যু: ৩ জানুয়ারি ২০১৯) একজন ভারতীয় বাঙালি লেখক। তিনি বিহারের ভাগলপুর শহরে জন্ম গ্রহণ করেন। সাহিত্যে এম.এ করেন। ১৯৫৫ থেকে উপন্যাস, গল্প, কবিতা প্রবন্ধ ইত্যাদি লিখছেন। বাংলা ও হিন্দি চলচ্চিত্র ,দূরদর্শন ও বেতারে রূপায়িত হয়েছে অনেকগুলি কাহিনী।

দিব্যেন্দু পালিত
জন্ম(১৯৩৯-০৩-০৫)৫ মার্চ ১৯৩৯
ভাগলপুর , ব্রিটিশ ভারত (অধুনা বিহার, ভারত)
পেশালেখক, কথাসাহিত্যিক
বাসস্থানকলকাতা
জাতীয়তাভারত ভারতীয়
শিক্ষাতুলনামূলক সাহিত্যে এম.এ (১৯৬১)
উল্লেখযোগ্য পুরস্কারআনন্দ পুরস্কার (১৯৮৪)
রামকুমার ভূয়ালকা পুরস্কার (১৯৮৬)
পশ্চিমবঙ্গ সরকারে বঙ্কিম পুরস্কার (১৯৯০)
সাহিত্য অকাদেমি পুরস্কার (১৯৯৮)
সৈয়দ মুস্তাফা সিরাজ আকাদেমি পুরস্কার (২০১৬)

কর্মক্ষেত্রসম্পাদনা

১৯৫৮ সালে পিতৃবিয়োগের পর চলে আসেন কলকাতায়। কর্ম জীবন শুরু হয় হিন্দুস্তান স্ট্যান্ডার্ডে উপ-সম্পাদক হিসেবে। ১৯৬৫-তে যোগ দেন বিপণন ও বিজ্ঞাপন সংক্রান্ত পেশায়। সেই সুত্রে দীর্ঘকাল যুক্ত ছিলেন ক্লারিয়ন-ম্যাকান এডভারটাইসিং সার্ভিসেস ,আনন্দবাজার এবং দ্য স্টেটসম্যান-এ।

টিভি ও চলচ্চিত্রসম্পাদনা

চলচ্চিত্র, দুরদর্শন ও বেতারে রূপায়িত হয়েছে তাঁর অনেক কাহিনি।

পুরস্কার ও পদক সমূহসম্পাদনা

গ্রন্থ তালিকাসম্পাদনা

  • অচেনা আবেগ
  • অনুভব
  • অনুসরণ
  • অন্তর্ধান
  • অমৃত হরিণ
  • একদিন সারাদিন
  • ঢেউ
  • যখন বৃষ্টি
  • সঙ্গ ও প্রসঙ্গ
  • রজত জয়ন্তী
  • সংঘাত
  • সতর্কবার্তা
  • সিনেমায় যেমন হয়
  • হঠাৎ একদিন
  • হিন্দু

আরও দেখুনসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

বহিঃসংযোগসম্পাদনা