দিঘাপতিয়া পি এন উচ্চ বিদ্যালয়
দিঘাপতিয়া পি.এন উচ্চ বিদ্যালয় উত্তর অঞ্চলের প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান পি.এন উচ্চ বিদ্যালয়। বিদ্যোত্সাহী রাজা প্রসন্ন নাথ রায় বাহাদুর ১৮৫২ সালের প্রথমে “প্রসন্ন নাথ একাডেমি” নামে আনুষ্ঠানিকভাবে চালু করেন। তার নামের আদ্যাক্ষর নিয়ে স্কুলের নামকরণ করা হয় ‘দিঘাপতিয়া পি.এন উচ্চ বিদ্যালয়’। পাঁচ দশমিক ৭৯ একর জমির উপর নির্মিত একটি প্রশাসনিক ও দু’টি একাডেমি ভবন নিয়ে এ স্কুলের গোড়াপতন হয়। দিঘাপতিয়া রাজবাড়ী থেকে পূর্বদিকে কোয়াটার মাইল দূরে স্থাপিত এ বিদ্যালয়টি।[১][২]
দিঘাপতিয়া পি.এন উচ্চ বিদ্যালয় | |
---|---|
অবস্থান | |
দিঘাপতিয়া, নাটোর বাংলাদেশ | |
তথ্য | |
প্রাক্তন নাম | প্রসন্ন নাথ একাডেমি |
ধরন | সরকারি |
প্রতিষ্ঠাকাল | ১৮৫২ |
বিদ্যালয় বোর্ড | রাজশাহী শিক্ষাবোর্ড |
বিদ্যালয় জেলা | নাটোর |
শ্রেণি | মাধ্যমিক |
শিক্ষায়তন | ৫.৮৯ একর |
ওয়েবসাইট | http://dighapatiapnhs.edu.bd |
কৃতিশিক্ষার্থী
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Institute Basic Info"। Education Management Information System। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ৩১ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২০।
- ↑ "দিঘাপতিয়া পি.এন হাইস্কুল ১৬৪ বছর ধরে আলো ছড়াচ্ছে | শিক্ষাঙ্গন"। archive1.ittefaq.com.bd। ২০২০-০৬-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-০৫।