দিঘলিয়া ইউনিয়ন, লোহাগড়া

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার একটি ইউনিয়ন

দিঘলিয়া ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের নড়াইল জেলার লোহাগড়া উপজেলার একটি প্রশাসনিক অঞ্চল।[] এটি ৩০.৩৩ কিমি২ (১১.৭১ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ২৭,৪৪৪ জন।[] নড়াইল অঞ্চলের পুরানো এবং ঐতিহ্যবাহী দিঘলিয়া উত্তরপাড়া আদি জামে মসজিদ অত্র ইউনিয়নের দিঘলিয়া গ্রামের উত্তর পাড়ায় অবস্থিত I মসজিদটি ১৮৭১ সালে প্রতিষ্ঠিত I জোবেদা খাতুন নেসা স্বামী শেখ মফিজ উদ্দিন ফকির , আছিয়া খাতুন নেসা স্বামী আঃ জব্বার মোল্লা , আয়তন নেসা , বড়ু বিবি এবং বেলায়েত সিকদার সর্ব পিতা আমিল সিকদার অত্র অঞ্চলের মুসলিম সর্ব সাধারনের জন্য উল্লেখিত মসজিদের জন্য ৫৮ শতক জমি উন্মুক্ত করে দেন।

দিঘলিয়া
ইউনিয়ন
দিঘলিয়া ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলানড়াইল জেলা
উপজেলালোহাগড়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট৩০.৩৩ বর্গকিমি (১১.৭১ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২৭,৪৪৪
 • জনঘনত্ব৯০০/বর্গকিমি (২,৩০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটdigholiaup1.bagerhat.gov.bd

ভৌগোলিক অবস্থান

সম্পাদনা

ভৌগোলিক অবস্থান অনুযায়ী ইউনিয়নটির উত্তরে মল্লিকপুর ইউনিয়ন, দক্ষিণে মাউলী ইউনিয়ন, পশ্চিমে বয়রা ইউনিয়ন এবং পূর্বে কোটাকোল ইউনিয়ন অবস্থিত।

গ্রামসমূহ

সম্পাদনা
  1. কোলা
  2. দিঘলিয়া
  3. নোয়াগ্রাম, বাটিকাবাড়ী
  4. সারোল
  5. বাগডাঙ্গা
  6. তালবাড়ীয়া
  7. কুমড়ী
  8. লুটিয়া
  9. চর দিঘলিয়া

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "দিঘলিয়া ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২০২০-০৫-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৫ 
  2. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬