দামোদর (কৃষ্ণের নাম)

কৃষ্ণের অপর নাম

দামোদর (সংস্কৃত: दामोदर, দমোদারা, "দামোদর" এবং "দামোদরা") হল বিষ্ণু সহস্রনামে থাকা বিষ্ণুর ৩৬৭তম নাম। নামের বিভিন্ন অর্থ নিম্নরূপ দেওয়া হল:

  • "প্রভুকে যখন তাঁর কোমরে একটি দড়ি দিয়ে বাধা হয়েছিল", এটি পূর্বের ঐ ঐশ্বরিক সময়কে বুঝায় যখন কৃষ্ণের মা যশোদা কৃষ্ণকে দুষ্টু হওয়ার কারণে দড়ি দিয়ে আবদ্ধ করেছিলেন। (বিভিন্ন বৈষ্ণব অনুগামীদের দ্বারা ব্যবহৃত।)[১]
  • "তিনি যিনি মনের মাধ্যমে পরিচিত হন যা আত্মনিয়ন্ত্রণের (দামার) মাধ্যমে শুদ্ধ (উদারা) হয়"[২]
  • "যার বক্ষে সমগ্র জগৎ স্থিত"[৩]

দামোদর হিসেবে কৃষ্ণের উদযাপন সম্পাদনা

কৃষ্ণকে দামোদর হিসেবে গুণকীর্তন করার একটি জনপ্রিয় ভজন হলো দামোদর অষ্টাকাম[৪] (নারদ ও শৌনকের সঙ্গে সত্যব্রত মুনির কথোপকথনটি কৃষ্ণ দ্বিপায়না ব্যাসের পদ্ম পুরাণে পাওয়া যায়)। এই ভজন প্রায়শই কার্ত্তিক মাসে ভক্তরা কীর্তন করে এবং নিম্বার্ক এবং ইসকনের বৈষ্ণবদের, সনাতন চতুঃ সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয় ধর্মীয় উৎসব।[৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. http://www.behindthename.com/name/damodara
  2. http://www.dollsofindia.com/young_krishna.htm
  3. "Archived copy"। ২০১১-০৭-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৩-২১ 
  4. "Damodarastakam"www.krishna.com। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০২০ 
  5. "» Damodarastakam Bhaktivedanta Manor – Hare Krishna Temple"Bhaktivedantamanor.co.uk। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা