দাড়িয়াল ইউনিয়ন
কালের স্বাক্ষী বহনকারী আড়িয়াল খাঁ নদীর তীরে গড়ে উঠা বাকেরগঞ্জ উপজেলা থেকে অনেক দুরে গ্রাম অঞ্চল হলো দাড়িয়াল ইউনিয়ন। কাল পরিক্রমায় আজ দাড়িয়াল ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল। বাংলাদেশের বরিশাল জেলার অন্তর্গত বাকেরগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন।
দাড়িয়াল | |
---|---|
ইউনিয়ন | |
৩নং দাড়িয়াল ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে দাড়িয়াল ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৩৭′১৪″ উত্তর ৯০°২৮′২৯″ পূর্ব / ২২.৬২০৫৬° উত্তর ৯০.৪৭৪৭২° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | বরিশাল বিভাগ |
জেলা | বরিশাল জেলা |
উপজেলা | বাকেরগঞ্জ উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মোঃ সহিদুল ইসলাম হাওলাদার |
আয়তন | |
• মোট | ৩,৫৯৪ হেক্টর (৮,৮৮২ একর) |
জনসংখ্যা | |
• মোট | ৩৬,২৮৮ |
• জনঘনত্ব | ১,০০০/বর্গকিমি (২,৬০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ১০ ০৬ ০৭ ২৭ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাদাড়িয়াল ইউনিয়নের আয়তন ৮,৮৮২ একর।[১]
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাদাড়িয়াল ইউনিয়ন বাকেরগঞ্জ উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বাকেরগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১২৪নং নির্বাচনী এলাকা বরিশাল-৬ এর অংশ।
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী দাড়িয়াল ইউনিয়নের মোট জনসংখ্যা ২৬,৬২৮ জন। এর মধ্যে পুরুষ ১২,৮৩০ জন এবং মহিলা ১৩,৭৯৮ জন। মোট পরিবার ৫,৭৯০টি।[১]
শিক্ষা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী দাড়িয়াল ইউনিয়নের সাক্ষরতার হার ৬১.২%।[১]
দাড়িয়াল গ্রাম 6 NO: মধুকাঠি গ্রাম
সম্পাদনাক্রঃ নং | গ্রামের নাম | |
০১ | দাড়িয়াল | |
০২ | দাড়িয়াল | |
০৩ | দাড়িয়াল | |
০৪ | স্বচ্ছল দাড়িয়াল | |
০৫ | চরখন্ড | |
০৬ | ||
০৭ | উত্তমপুর (৪নং ওয়ার্ড অংশ) | |
০৮ | উত্তমপুর (৫নং ওয়ার্ড অংশ) | |
০৯ | কোষাবর | |
১০ | উঃ কাজলাকাঠী | |
১১ | উঃ কাজলাকাঠী (৭নং ওয়ার্ড অংশ) | |
১২ | উঃ কাজলাকাঠী (৮নং ওয়ার্ড অংশ) | |
১৩ | চর বিশারীকাঠী | |
১৪ | আন্দারমানিক | |
১৫ | দঃ কাজলাকাঠী (৭নং ওয়ার্ড অংশ) |
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাবাংলাদেশের যে কোন প্রাপ্ত থেকে আসতে চাইলে সর্ব প্রথমে বরিশাল শহরে আসতে হবে এবং বরিশাল লঞ্চ ঘাট নামক স্থানে এসে কৃর্তন খোলা নাম নদীটি পাড় হয়ে চর কাউয়া নামক বাস ষ্ট্যান যেতে হবে। যে সমস্ত বাস গাড়ি কাটাদিয়া/নেয়ালগঞ্জগামী সেই গাড়ীতে উঠতে হবে। কাটাদিয়া/নেয়ালগঞ্জ নাম স্থানে এসে নদী পার হতে হবে এবং মটর সাইকেল/অটোগাড়ী ও ভ্যান চরে কামারখালী বাজার নামক স্থানে আসতে হবে। কামারখালী বাজারে আসিয়া কলেজ রোড এর পশ্চিম পাশ্ব দিয়ে দক্ষিন দিকে দাড়িয়াল ইউনিয়ন পরিষদ অবস্থিত।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |