দাড়িয়াপুর ইউনিয়ন

টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার একটি ইউনিয়ন

দাড়িয়াপুর ইউনিয়ন বাংলাদেশের টাঙ্গাইল জেলার অন্তর্গত সখিপুর উপজেলার একটি ইউনিয়ন।[১][২]

দাড়িয়াপুর
ইউনিয়ন
দাড়িয়াপুর ঢাকা বিভাগ-এ অবস্থিত
দাড়িয়াপুর
দাড়িয়াপুর
দাড়িয়াপুর বাংলাদেশ-এ অবস্থিত
দাড়িয়াপুর
দাড়িয়াপুর
বাংলাদেশে দাড়িয়াপুর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°১৬′৫৬″ উত্তর ৯০°৬′৯″ পূর্ব / ২৪.২৮২২২° উত্তর ৯০.১০২৫০° পূর্ব / 24.28222; 90.10250 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাটাঙ্গাইল জেলা
উপজেলাসখিপুর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
মানচিত্র
মানচিত্র

ইউনিয়ন পরিষদ সম্পাদনা

দাড়িয়াপুর ইউনিয়নটি পূর্ববর্তী গজারিয়া ইউনিয়ন ভাগ হয়ে ২০১১ এর শেষের দিকে নবগঠিত দাড়িয়াপুর ইউনিয়ন গঠন হয়।

ভৌগোলিক উপাত্ত সম্পাদনা

দাড়িয়াপুর ইউনিয়নের মোট গ্রাম সংখ্যা ১২ টি। গ্রামের নাম সমূহঃ-

ক্রমিক গ্রামের নাম ওয়ার্ড নম্বর ডাকঘর
দাড়িয়াপুর ১ নং ওয়ার্ড দাড়িয়াপুর
দাড়িয়াপুর ২ নং ওয়ার্ড দাড়িয়াপুর
দাড়িয়াপুর ৩ নং ওয়ার্ড দাড়িয়াপুর
কাঙ্গালীছেও ৪ নং ওয়ার্ড দাড়িয়াপুর
দেওবাড়ী ৫ নং ওয়ার্ড দাড়িয়াপুর
কৈয়ামধু ৬ নং ওয়ার্ড ছিলিমপুর
ছিলিমপুর ৭ নং ওয়ার্ড ছিলিমপুর
গড়গোবিন্দুপুর ৭ নং ওয়ার্ড সখিপুর
বড়মৌশা ৭ নং ওয়ার্ড ছিলিমপুর
১০ ছোট মৌশা ৮ নং ওয়ার্ড সখিপুর
১১ প্রতিমা বংকী ৮ নং ওয়ার্ড সখিপুর
১২ প্রতিমা বংকী ৯ নং ওয়ার্ড সখিপুর

[১]

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

বাংলাদেশের ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী দাড়িয়াপুর ইউনিয়নের মোট জনসংখ্যা ২২১৯০ জন।[১]
অনলাইন জন্ম নিবন্ধন ব্যবস্থা অনুযায়ী পহেলা সেপ্টেম্বর ২০১৫ এর তথ্য অনুযায়ী দাড়িয়াপুর ইউনিয়নের মোট জনসংখ্যা ২৬২৩৬ জন। মোট পুরুষ ১৪৯২৬ জন এবং নারী ১১৩১০ জন।

ওয়ার্ড পুরুষ নারী মোট
ওয়ার্ড ০১ ১৫০২ ১২৭৬ ২৭৭৮
ওয়ার্ড ০২ ১৩৯৯ ১২০৭ ২৬০৬
ওয়ার্ড ০৩ ১৬১৪ ১০০৩ ২৬১৭
ওয়ার্ড ০৪ ১৬৪৬ ১০৪৫ ২৬৯১
ওয়ার্ড ০৫ ৫৮১ ৪১৯ ১০০০
ওয়ার্ড ০৬ ৬০৫ ৪৫১ ১০৫৬
ওয়ার্ড ০৭ ২৬৫৫ ২১০৯ ৪৭৬৪
ওয়ার্ড ০৮ ২৯৮০ ২৩৯৮ ৫৩৭৮
ওয়ার্ড ০৯ ১৯৪৪ ১৪০২ ৩৩৪৬
মোট ১৪৯২৬ ১১৩১০ ২৬২৩৬

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

সখীপুর-গোড়াই সড়কের দুই পাশেই দাড়িয়াপুর ইউনিয়ন এর ভৌগোলিক অবস্থান। তবে পরিষদের কার্যালয় টি অবস্থিত ইউনিয়নের উত্তর পশ্চিম প্রান্তে শালগ্রামপুর গ্রামে। সখীপুর পৌর শহর থেকে হযরত শাহ কামাল (রহ:) সড়ক ধরে তিন কিলোমিটার পরেই শালগ্রামপুর বাজার। ওই বাজারের পশ্চিম পাশেই দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদ ভবনে অবস্থিত।

হাটবাজারের তালিকা সম্পাদনা

নাম ঠিকানা ইজারা মূল্য
প্রতিমা বংকী বাজার ঢাকা রোড, সখীপুর, টাঙ্গাইল
আকন্দ পাড়া বাজার আকন্দ পাড়া বাজার, সখিপুর, টাঙ্গাইল -
ছিলিমপুর বাজার ছিলিমপুর, সখিপুর, টাঙ্গাইল
জিন্নার বাজার জিন্নার বাজার, সখিপুর, টাঙ্গাইল -
দাড়িয়াপুর বাজার দাড়িয়াপুর, সখিপুর, টাঙ্গাইল -
মৌশা বাজার মৌশা বাজার, সখিপুর, টাঙ্গাইল -

হাসপাতাল সম্পাদনা

  • প্রতিমা বংকী কমিউনিটি ক্লিনিক
  • কৈয়ামধূ কমিউনিটি ক্লিনিক

শিক্ষা সম্পাদনা

দর্শনীয় স্থান সম্পাদনা

    1. প্রাকৃতিক সৌন্দর্য ও নানা প্রজাতির গাছগাছালিতে ভরা দেওবাড়ি বন।
    2. ফালুচাঁদের মাজার

অর্থনীতি সম্পাদনা

বিবিধ সম্পাদনা

    1. প্রতিমা বংকী পল্লী বিদ্যুৎ সাবস্টেশন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. http://dariapurup.tangail.gov.bd/node/778891[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "ইউনিয়ন"। ২২ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৩