দাকোপ উপজেলা
দাকোপ উপজেলা পশুর নদীর পাড়ে অবস্থিত বাংলাদেশের খুলনা জেলার একটি প্রশাসনিক এলাকা। দাকোপের প্রশাসনিক অঞ্চল চালনায় অবস্থিত। দাকোপের সাথে খুলনার বটিয়াঘাটা উপজেলা, পাইকগাছা উপজেলা এবং বাগেরহাটের মোংলা উপজেলার সীমানা রয়েছে।
দাকোপ | |
---|---|
উপজেলা | |
বাংলাদেশে দাকোপ উপজেলার অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৩৪′১১″ উত্তর ৮৯°৩০′৩৯″ পূর্ব / ২২.৫৬৯৭২° উত্তর ৮৯.৫১০৮৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | খুলনা জেলা |
আয়তন | |
• মোট | ৯৯১.৯৮ বর্গকিমি (৩৮৩.০১ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ১,৫৮,৩০৯ |
• জনঘনত্ব | ১৬০/বর্গকিমি (৪১০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৬% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৪০ ৪৭ ১৭ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান ও আয়তনসম্পাদনা
দাকোপের ভৌগোলিক অবস্থান ২২°৩৪′২০″ উত্তর ৮৯°৩০′৪০″ পূর্ব / ২২.৫৭২২° উত্তর ৮৯.৫১১১° পূর্ব। দাকোপের মোট আয়তন ৯৯১.৫৮ কিমি²। উত্তরে বটিয়াঘাটা উপজেলা, দক্ষিণে পশুর নদী, পূর্বে বাগেরহাট জেলার রামপাল উপজেলা ও মোংলা উপজেলা, পশ্চিমে পাইকগাছা উপজেলা ও কয়রা উপজেলা।
ইতিহাসসম্পাদনা
১৯১৩ সালে দাকোপ থানার প্রশাসনিক কার্যক্রম শুরু হয় এবং ১৯৮৩ সালে উপজেলা হিসেবে ঘোষণা করা হয়। ৯টি ইউনিয়ন (লাউডোব,কৈলাশগঞ্জ,বানিশান্তা,বাজুয়া,দাকোপ, কামারখোলা, সুতারখালী,পানখালী,তিলডাঙ্গা),১টি পৌরসভা (চালনা), ২৬ মৌজা এবং শতাধিক গ্রাম নিয়ে দাকোপ থানা গঠিত। ১৯৭১ সালে দাকোপে অবস্থিত বাজুয়া উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক গণহত্যা সংঘটিত হয়। শহীদদের স্মৃতির উদ্দেশ্যে উপজেলা পরিষদ ভবনের সামনে যুদ্ধ সৌধ স্মৃতি অম্লান নির্মাণ করা হয়েছে।
প্রশাসনিক এলাকাসম্পাদনা
দাকোপ উপজেলা ৯টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত, সেগুলি হল:
- বাজুয়া ইউনিয়ন
- কামারখোলা ইউনিয়ন
- লাউডোব ইউনিয়ন
- তিলডাঙ্গা ইউনিয়ন
- সুতারখালী ইউনিয়ন
- লাউডোব ইউনিয়ন
- পানখালী ইউনিয়ন
- বানিশান্তা ইউনিয়ন
- কৈলাশগঞ্জ ইউনিয়ন
দাকোপ উপজেলার একমাত্র পৌরসভাটি হলো-চালনা পৌরসভা। ব্রিটিশ শাসনামলে চালনা বন্দর হিসেবে ব্যবহৃত হতো, পরবর্তীতে মোংলাকে বন্দর করা হয়।
জনসংখ্যার উপাত্তসম্পাদনা
জনসংখ্যা ১৫৭৪৮৯; পুরুষ ৮৩১৯৩, মহিলা ৭৪২৯৬। মুসলিম ৬৫৭৫৬, হিন্দু ৮৮৮৪২, বৌদ্ধ ২৭৬০ এবং অন্যান্য ১৩১।
স্বাস্থ্যসম্পাদনা
এখানে একটি ২৫০ বেড বিশিষ্ট সরকারি হাসপাতাল হয়েছে।
শিক্ষাসম্পাদনা
প্রাথমিক বিদ্যালয়সম্পাদনা
- বটবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পার-জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গুনারী শীতল চন্দ্র প্রাথমিক বিদ্যালয়
- আড়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বটবুনিয়া জে. এন. সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হামিদা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সোনাপাখি প্রি-ক্যাডেট স্কুল
- নতুনকুঁড়ি কিন্ডারগার্টেন
- দক্ষিণ গুনারী উপেন নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কাচারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কৈলাশগঞ্জ শ্যামাপদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- প্রফুল্লচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুড়ির ডাবর
- সুতারখালি(২) সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাতৃমন্দির সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- বাজুয়া বেড়েরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়
মাধ্যমিক বিদ্যালয়সম্পাদনা
- কৈলাশগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়
- গুনারী শীতল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়
- বটবুনিয়া কলেজিয়েট স্কুল
- মোজামনগর মাধ্যমিক বিদ্যালয়
- নলিয়ান মাধ্যমিক বিদ্যালয়
- কালাবগী সুন্দারবন মাধ্যমিক বিদ্যালয়
- জে পি মাধ্যমিক বিদ্যালয়
- চালনা কে সি মাধ্যমিক বিদ্যালয়
- বুড়ির ডাবর এস.ই.এস.ডি.পি. মডেল মাধ্যমিক বিদ্যালয়
- বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়।
- বাজুয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়।
- লক্ষীখোলা জি টি পল্লিমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়
- কালিনগর জি,সি মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়।
কলেজসম্পাদনা
- চালনা কলেজ
- চালনা এম এম কলেজ
- চালনা মহিলা কলেজ,চালনা
- বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রি কলেজ
- এল.বি.কে সরকারি ডিগ্রী কলেজ, বাজুয়া
কৃষিসম্পাদনা
অর্থনীতিসম্পাদনা
দাকোপ থানার অর্থনীতি কৃষি এবং চিংড়ি চাষের উপর নির্ভরশীল। এই থানার বিস্তৃত এলাকা জুড়ে চিংড়ি ঘেরগুলোতে বাগদা চিংড়ির চাষ হয়। তবে আধুনিক কৃষি ব্যবস্থার উন্নয়নের ফলে চিংড়ি চাষের পরিবর্তে তরমুজ চাষ ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছে ।
যোগাযোগসম্পাদনা
- নদী পথ
- সড়ক পথ
দর্শনীয় স্থান ও স্থাপনাসম্পাদনা
- সুন্দরবন
- কৈলাশগঞ্জের শতবর্ষী কাছারি বাড়ি
বিবিধসম্পাদনা
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে দাকোপ"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২১ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারী ২০১৫।
বহিঃসংযোগসম্পাদনা
খুলনা বিভাগের স্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |