দহন (১৯৯৭-এর চলচ্চিত্র)
দহন ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ঋতুপর্ণ ঘোষ পরিচালিত একটি ভারতীয় বাংলা ফিচার চলচ্চিত্র। সুচিত্রা ভট্টাচার্য রচিত একই নামের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি রচনা করেছেন সুচিত্রা ভট্টাচার্য। অভিনয়ে ছিলেন শকুন্তলা বড়ুয়া, অভিষেক চ্যাটার্জী, ইন্দ্রানী হালদার, শুভেন্দু চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, সুচিত্রা মিত্র প্রমুখ।
দহন | |
---|---|
পরিচালক | ঋতুপর্ণ ঘোষ |
রচয়িতা | ঋতুপর্ণ ঘোষ |
উৎস | সুচিত্রা ভট্টাচার্য কর্তৃক দহন |
শ্রেষ্ঠাংশে | |
মুক্তি | ১৯৯৭ |
স্থিতিকাল | ১৪৫ মিনিট |
ভাষা | বাংলা |
অভিনয়
সম্পাদনা- ইন্দ্রানী হালদার - শ্রবণা সরকার, ঝিনুক
- অভিষেক চট্টোপাধ্যায় - পলাশ চৌধুরী
- ঋতুপর্ণা সেনগুপ্ত - রমিতা চৌধুরী
- সুচিত্রা মিত্র - ঝিনুকের ঠাম্মি
- শুভেন্দু চট্টোপাধ্যায় - রমিতা'র পিতা
- মমতা শঙ্কর -রমিতার বৌদি
কাহিনী
সম্পাদনারমিতা (ঋতুপর্ণা সেনগুপ্ত) এবং পলাশ (অভিষেক চট্টোপাধ্যায়) নামক এক নবদম্পতি রাস্তায় আক্রান্ত হয়। গুন্ডারা রমিতাকে শারীরিকভাবে নিগ্রহ করে কিন্তু কেউ তাদের সাহায্য করতে এগিয়ে আসে না। এই ঘটনা দেখে স্কুল শিক্ষিকা ঝিনুক (ইন্দ্রানী হালদার) তাদের সাহায্য করার ঘটনাস্থলে দৌড়ে যায়। ঝিনুক পুলিশকে সাহায্য করে আক্রমণকারীদের শাস্তি দেওয়ার জন্য চেষ্টা শুরু করে কিন্তু এক সময়, আক্রান্ত দম্পতি নিজেরাই এই মামলায় জড়াতে না চাওয়ায় ঝিনুক প্রচণ্ড হতাশ হয়।
পুরস্কার
সম্পাদনাঋতুপর্ণা সেনগুপ্ত এবং ইন্দ্রানী হালদার যৌথভাবে ১৯৯৮ সালের শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কার পান। ঋতুপর্ণ ঘোষ শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পান।
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে দহন (ইংরেজি)
- DVD Review, The Telegraph, 22 April 2005.
- ‘I have learnt to make theplas ’ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১২-১০-২০ তারিখে, The Times of India, 13 April 2008.
- Shifting from the Bengali milieu, The Hindu, 24 December 2004.