দরবস্ত ইউনিয়ন, গোবিন্দগঞ্জ
দরবস্ত ইউনিয়ন বাংলাদেশের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার একটি প্রশাসনিক এলাকা।[১][২]
দরবস্ত | |
---|---|
ইউনিয়ন | |
৬নং দরবস্ত ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে দরবস্ত ইউনিয়ন, গোবিন্দগঞ্জের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৫°১১′৪৯″ উত্তর ৮৯°২১′৩৯″ পূর্ব / ২৫.১৯৬৯৪° উত্তর ৮৯.৩৬০৮৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | গাইবান্ধা জেলা |
উপজেলা | গোবিন্দগঞ্জ উপজেলা |
আয়তন | |
• মোট | ৩৫.১২ বর্গকিমি (১৩.৫৬ বর্গমাইল) |
৮৬৭৯ একর | |
জনসংখ্যা (২০১১ আদমশুমারী) | |
• মোট | ৪৩,৭২৯ |
• জনঘনত্ব | ১,২০০/বর্গকিমি (৩,২০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৯% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৫৭৪০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাদরবস্ত ইউনিয়নের আয়তন ৩৫.১২ বর্গ কিলোমিটার।[৩]
অবস্থান ও সীমানা
সম্পাদনাএ ইউনিয়নের পূর্বে তালুক কানুপুর ইউনিয়ন, পশ্চিমে কাটাবাড়ী ইউনিয়ন, উত্তরে হোসেনপুর ইউনিয়ন, দক্ষিণে গুমানীগঞ্জ ইউনিয়ন অবস্থিত। গোবিন্দগঞ্জ উপজেলা থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার।[৩]
ইতিহাস
সম্পাদনা১৯৩০ সালে দরবস্ত গ্রামের মরহুম মজিবর রহমান (বিএস সি) চেয়ারম্যান ছিলেন। তিনি তার গ্রামের নাম অনুসারে এই ইউনিয়নের নাম রাখেন দরবস্ত।[তথ্যসূত্র প্রয়োজন]
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাদরবস্ত ইউনিয়ন গোবিন্দগঞ্জ উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার গোবিন্দগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ৩২নং নির্বাচনী এলাকা গাইবান্ধা-৪ এর অংশ। এটি ২৬টি মৌজায় বিভক্ত।[৩]
- ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হলো[৪]
ওয়ার্ড নং | গ্রামের নাম |
---|---|
১নং ওয়ার্ড | অভিরামপুর, দরবস্ত পশ্চিম |
২নং ওয়ার্ড | দরবস্ত পূর্ব, হোসেনপুর, দুর্গাপুর |
৩নং ওয়ার্ড | উত্তর সিংগা, গোপিনাথ পুর, সিংজানী, আখিরা ফতেপুর, দুর্গাপুর, বরি হোসেনপুর |
৪নং ওয়ার্ড | মাড়িয়া, সাতানা বালুয়া |
৫নং ওয়ার্ড | মিরুপাড়া, বিরাহিমপুর, নলডাঙ্গা গোবিন্দপুর |
৬নং ওয়ার্ড | বগুলাগাড়ী |
৭নং ওয়ার্ড | বিশুবাড়ী, কালিকাপুর, সাবগাছি হাতিয়া দহ |
৮নং ওয়ার্ড | সাতার পাড়া, বিশ্বনাথ পুর, তালুক রহিমাপুর, ছোট দুর্গাপুর |
৯নং ওয়ার্ড | গোসাইপুর, গন্ধব বাড়ী, রামনাথপুর, রহলা |
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী দরবস্ত ইউনিয়নের মোট জনসংখ্যা ৪৩,৭২৯ জন।[৩]
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী দরবস্ত ইউনিয়নের সাক্ষরতার হার ৭০%। এ ইউনিয়নে ২টি মাদ্রাসা, ৫টি মাধ্যমিক বিদ্যালয়, ২৬টি প্রাথমিক বিদ্যালয় ও ২টি বালিকা উচ্চ বিদ্যালয় রয়েছে।[৩]
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- উচ্চ বিদ্যালয়
- কোমরপুর উচ্চ বিদ্যালয়
- কালিতলা উচ্চ বিদ্যালয়
- বগুলাগাড়ি উচ্চ বিদ্যালয়
- বগুলাগাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়
- বিশুবাড়ি উচ্চ বিদ্যালয়
- বগুলাগাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়
- বিশুবাড়ি কারিগরি কলেজ
- প্রাথমিক বিদ্যালয়
- মাড়িয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বগুলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়
কৃষি
সম্পাদনাদরবস্ত ইউনিয়ন কৃষি নির্ভর একটি অঞ্চল। এখানকার মাটি ফসল উৎপাদনের জন্য খুবই উর্বর।[তথ্যসূত্র প্রয়োজন]
অর্থনীতি
সম্পাদনাদরবস্ত ইউনিয়ন একটি কৃষি নির্ভর এলাকা। অর্থনীতি ৯০% কৃষি/ফসল আবাদ থেকে হয়।[তথ্যসূত্র প্রয়োজন]
ব্যাংক
সম্পাদনাদরবস্ত ইউনিয়নে অবস্থিত ব্যাংকসমূহের তালিকা নিচে উল্লেখ করা হলো:[৫]
ক্রম নং | ব্যাংকের ধরন | ব্যাংকের নাম | শাখা | ঠিকানা |
---|---|---|---|---|
০১ | রাষ্ট্রায়ত্ত্ব বাণিজ্যিক ব্যাংক | রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক | কোমরপুরহাট শাখা | কোমরপুরহাট, দরবস্ত, গোবিন্দগঞ্জ |
০২ | সংবিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠান | গ্রামীণ ব্যাংক |
হাট-বাজার
সম্পাদনাদরবস্ত ইউনিয়নের হাট-বাজারসমূহ:[৬]
- কোমরপুর হাট
- কাটাখালি বালুয়া হাট
- হরিতলা হাট
- চরকতোলা হাট
- কালিতলা বাজার
দর্শনীয় স্থান
সম্পাদনাদরবস্ত ইউনিয়নের দর্শনীয় স্থানসমূহ:[৭]
- কাটাখালী স্মৃতিসৌধ
- করতোয়া নদী
- শাকপালার বিল
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান:
- চেয়ারম্যানগণের তালিকা[৮]
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | মজিবর রহমান | ১৯৭৩-১৯৭৮ |
০২ | মজিবর রহমান | ১৯৭৮-১৯৮৩ |
০৩ | রজিব উদ্দিন মন্ডল | ১৯৮৩-১৯৮৮ |
০৪ | এম আমিনুল ইসলাম | ১৯৮৮-১৯৯১ |
০৫ | সোলায়মান আলী মন্ডল | ১৯৯১-১৯৯৭ |
০৬ | তাজনুর ইসলাম মন্ডল | ১৯৯৭-২০০৩ |
০৭ | মোস্তাফিজার রহমান |
২০০৩-২০১১ |
০৮ | শরিফুল ইসলাম | ২০১১-২০২৪ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "দরবস্ত ইউনিয়ন"। dorbostoup.gaibandha.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৯।
- ↑ "গোবিন্দগঞ্জ উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৯।
- ↑ ক খ গ ঘ ঙ "এক নজরে দরবস্ত ইউনিয়ন পরিষদ"। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২৪।
- ↑ "গ্রামসমূহের তালিকা"। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২৪।
- ↑ "ব্যাংক"। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২৪।
- ↑ "হাট বাজার"। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২৪।
- ↑ "দর্শনীয় স্থান"। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২৪।
- ↑ "প্রাক্তন চেয়ারম্যানবৃন্দ"। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২৪।
বহিঃসংযোগ
সম্পাদনা- অফিসিয়াল ওয়েবসাইট –দরবস্ত ইউনিয়ন
- বাংলাপিডিয়া –গোবিন্দগঞ্জ উপজেলা
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |