দরবস্ত ইউনিয়ন, গোবিন্দগঞ্জ

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন

দরবস্ত ইউনিয়ন বাংলাদেশের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার একটি প্রশাসনিক এলাকা।[][]

দরবস্ত
ইউনিয়ন
৬নং দরবস্ত ইউনিয়ন পরিষদ
দরবস্ত রংপুর বিভাগ-এ অবস্থিত
দরবস্ত
দরবস্ত
দরবস্ত বাংলাদেশ-এ অবস্থিত
দরবস্ত
দরবস্ত
বাংলাদেশে দরবস্ত ইউনিয়ন, গোবিন্দগঞ্জের অবস্থান
স্থানাঙ্ক: ২৫°১১′৪৯″ উত্তর ৮৯°২১′৩৯″ পূর্ব / ২৫.১৯৬৯৪° উত্তর ৮৯.৩৬০৮৩° পূর্ব / 25.19694; 89.36083 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাগাইবান্ধা জেলা
উপজেলাগোবিন্দগঞ্জ উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট৩৫.১২ বর্গকিমি (১৩.৫৬ বর্গমাইল)
 ৮৬৭৯ একর
জনসংখ্যা (২০১১ আদমশুমারী)
 • মোট৪৩,৭২৯
 • জনঘনত্ব১,২০০/বর্গকিমি (৩,২০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪৯%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৫৭৪০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

দরবস্ত ইউনিয়নের আয়তন ৩৫.১২ বর্গ কিলোমিটার।[]

অবস্থান ও সীমানা

সম্পাদনা

এ ইউনিয়নের পূর্বে তালুক কানুপুর ইউনিয়ন, পশ্চিমে কাটাবাড়ী ইউনিয়ন, উত্তরে হোসেনপুর ইউনিয়ন, দক্ষিণে গুমানীগঞ্জ ইউনিয়ন অবস্থিত। গোবিন্দগঞ্জ উপজেলা থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার।[]

ইতিহাস

সম্পাদনা

১৯৩০ সালে দরবস্ত গ্রামের মরহুম মজিবর রহমান (বিএস সি) চেয়ারম্যান ছিলেন। তিনি তার গ্রামের নাম অনুসারে এই ইউনিয়নের নাম রাখেন দরবস্ত।[তথ্যসূত্র প্রয়োজন]

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

দরবস্ত ইউনিয়ন গোবিন্দগঞ্জ উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার গোবিন্দগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ৩২নং নির্বাচনী এলাকা গাইবান্ধা-৪ এর অংশ। এটি ২৬টি মৌজায় বিভক্ত।[]

ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হলো[]
ওয়ার্ড নং গ্রামের নাম
১নং ওয়ার্ড অভিরামপুর, দরবস্ত পশ্চিম
২নং ওয়ার্ড দরবস্ত পূর্ব, হোসেনপুর, দুর্গাপুর
৩নং ওয়ার্ড উত্তর সিংগা, গোপিনাথ পুর, সিংজানী, আখিরা ফতেপুর, দুর্গাপুর, বরি হোসেনপুর
৪নং ওয়ার্ড মাড়িয়া, সাতানা বালুয়া
৫নং ওয়ার্ড মিরুপাড়া, বিরাহিমপুর, নলডাঙ্গা গোবিন্দপুর
৬নং ওয়ার্ড বগুলাগাড়ী
৭নং ওয়ার্ড বিশুবাড়ী, কালিকাপুর, সাবগাছি হাতিয়া দহ
৮নং ওয়ার্ড সাতার পাড়া, বিশ্বনাথ পুর, তালুক রহিমাপুর, ছোট দুর্গাপুর
৯নং ওয়ার্ড গোসাইপুর, গন্ধব বাড়ী, রামনাথপুর, রহলা

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী দরবস্ত ইউনিয়নের মোট জনসংখ্যা ৪৩,৭২৯ জন।[]

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী দরবস্ত ইউনিয়নের সাক্ষরতার হার ৭০%। এ ইউনিয়নে ২টি মাদ্রাসা, ৫টি মাধ্যমিক বিদ্যালয়, ২৬টি প্রাথমিক বিদ্যালয় ও ২টি বালিকা উচ্চ বিদ্যালয় রয়েছে।[]

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা
উচ্চ বিদ্যালয়
  • কোমরপুর উচ্চ বিদ্যালয়
  • কালিতলা উচ্চ বিদ্যালয়
  • বগুলাগাড়ি উচ্চ বিদ্যালয়
  • বগুলাগাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়
  • বিশুবাড়ি উচ্চ বিদ্যালয়
  • বগুলাগাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়
  • বিশুবাড়ি কারিগরি কলেজ
প্রাথমিক বিদ্যালয়
  • মাড়িয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বগুলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দরবস্ত ইউনিয়ন কৃষি নির্ভর একটি অঞ্চল। এখানকার মাটি ফসল উৎপাদনের জন্য খুবই উর্বর।[তথ্যসূত্র প্রয়োজন]

অর্থনীতি

সম্পাদনা

দরবস্ত ইউনিয়ন একটি কৃষি নির্ভর এলাকা। অর্থনীতি ৯০% কৃষি/ফসল আবাদ থেকে হয়।[তথ্যসূত্র প্রয়োজন]

ব্যাংক

সম্পাদনা

দরবস্ত ইউনিয়নে অবস্থিত ব্যাংকসমূহের তালিকা নিচে উল্লেখ করা হলো:[]

ক্রম নং ব্যাংকের ধরন ব্যাংকের নাম শাখা ঠিকানা
০১ রাষ্ট্রায়ত্ত্ব বাণিজ্যিক ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কোমরপুরহাট শাখা কোমরপুরহাট, দরবস্ত, গোবিন্দগঞ্জ
০২ সংবিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক

হাট-বাজার

সম্পাদনা

দরবস্ত ইউনিয়নের হাট-বাজারসমূহ:[]

  • কোমরপুর হাট
  • কাটাখালি বালুয়া হাট
  • হরিতলা হাট
  • চরকতোলা হাট
  • কালিতলা বাজার

দর্শনীয় স্থান

সম্পাদনা

দরবস্ত ইউনিয়নের দর্শনীয় স্থানসমূহ:[]

  • কাটাখালী স্মৃতিসৌধ
  • করতোয়া নদী
  • শাকপালার বিল

জনপ্রতিনিধি

সম্পাদনা
  • বর্তমান চেয়ারম্যান:
চেয়ারম্যানগণের তালিকা[]
ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ মজিবর রহমান ১৯৭৩-১৯৭৮
০২ মজিবর রহমান ১৯৭৮-১৯৮৩
০৩ রজিব উদ্দিন মন্ডল ১৯৮৩-১৯৮৮
০৪ এম আমিনুল ইসলাম ১৯৮৮-১৯৯১
০৫ সোলায়মান আলী মন্ডল ১৯৯১-১৯৯৭
০৬ তাজনুর ইসলাম মন্ডল ১৯৯৭-২০০৩
০৭ মোস্তাফিজার রহমান

২০০৩-২০১১

০৮ শরিফুল ইসলাম ২০১১-২০২৪

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "দরবস্ত ইউনিয়ন"dorbostoup.gaibandha.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৯ 
  2. "গোবিন্দগঞ্জ উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৯ 
  3. "এক নজরে দরবস্ত ইউনিয়ন পরিষদ"। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২৪ 
  4. "গ্রামসমূহের তালিকা"। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২৪ 
  5. "ব্যাংক"। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২৪ 
  6. "হাট বাজার"। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২৪ 
  7. "দর্শনীয় স্থান"। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২৪ 
  8. "প্রাক্তন চেয়ারম্যানবৃন্দ"। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা