দম দম দম

আড়াগাম পেরুমাল পরিচালিত ২০০১ সালের চলচ্চিত্র

দম দম দম (তামিল: டும் டும் டும்; বাংলা: বিয়ের ঢোল) হচ্ছে ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত একটি তামিল চলচ্চিত্র। চলচ্চিত্রটির সহ-লেখক ছিলেন আড়াগাম পেরুমাল যিনি চলচ্চিত্রটির পরিচালকও ছিলেন, আর প্রযোজনা করেছিলেন মণি রত্নম তার মাদ্রাজ টকিজ প্রযোজনা প্রতিষ্ঠান দ্বারা। চলচ্চিত্রটিতে মাধবন এবং জ্যোতিকা মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন, এদের সঙ্গে ছিলেন বিবেক, মণিভন্নন এবং মুরালী যারা মোটামুটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন। চলচ্চিত্রটির সিনেমাটোগ্রাফার ছিলেন রামজী, সম্পাদক ছিলেন শ্রীকর প্রসাদ এবং সঙ্গীত পরিচালক ছিলেন কার্তিক রাজা।[]

দম দম দম
দম দম চলচ্চিত্রের ডিভিডি প্রচ্ছদ
পরিচালকআড়াগাম পেরুমাল
প্রযোজকমণি রত্নম
জি শ্রীনিবাস
রচয়িতামণি রত্নম
আর সেলভারাজ
আড়াগাম পেরুমাল
শ্রেষ্ঠাংশেমাধবন
জ্যোতিকা
মণিভন্নন
বিবেক
মুরালী
সুরকারকার্তিক রাজা
চিত্রগ্রাহকরামজী
সম্পাদকএ শ্রীকর প্রসাদ
প্রযোজনা
কোম্পানি
মাদ্রাজ টকিজ
পরিবেশকমাদ্রাজ টকিজ
মুক্তি
  • ১৩ এপ্রিল ২০০১ (2001-04-13)
স্থিতিকাল১৫১ মিনিট
দেশভারত
ভাষাতামিল

চলচ্চিত্রটির কাহিনী একজন অসুখী বর এবং বধূকে নিয়ে যাদেরকে জোর করে বিয়ে করাতে যাওয়া হয়। বর বিয়ে করতে চায়না কারণ সে বিবাহিত জীবন চায়না, সে চায় মদ আর অনেক নারীর শরীর, অপরদিকে বধূটি লেখাপড়া সামনে আগাতে চায়। তারা দুজনে মিলে বিয়ে বন্ধ করার চেষ্টা করে, কিন্তু পারেনা। তারা দুজনেই একসময় চিন্তা করে যে তাদের একসঙ্গে থাকাটা ভুল হবেনা এবং দুজনের বন্ধুত্বের এক পর্যায়ে তারা একে অপরের প্রেমে পড়ে যায়।

২০০১ সালের ১৩ এপ্রিল চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিলো এবং বাণিজ্যিকভাবে মোটামুটি সফলতা পেয়েছিলো।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "rediff.com, Movies: 'I want to go on my knees and kiss Mani Sir's hand'"www.rediff.com। সংগ্রহের তারিখ ২০২২-১১-০৯ 
  2. "Memorable flicks that made it big"। The Hindu। ২৮ ডিসেম্বর ২০০১। ৯ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৬-১১ 

বহিঃসংযোগ

সম্পাদনা