দবির উদ্দিন আহমেদ

বাংলাদেশী রাজনীতিবিদ

দবির উদ্দিন আহমেদ (১ নভেম্বর ১৯২৭-২ জুন ১৯৯৬) বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার রাজনীতিবিদ, আইনজীবী ও তৎকালীন পাবনা-৪ (বর্তমান সিরাজগঞ্জ-৪) আসনের সাবেক সংসদ সদস্য[১]

অ্যাডভোকেট
দবির উদ্দিন আহমেদ
পাবনা-৪ আসনের সংসদ সদস্য
(বর্তমান সিরাজগঞ্জ-৪)
কাজের মেয়াদ
১৯৭৩ – ১৯৭৫
পূর্বসূরীআসন শুরু
উত্তরসূরীআবদুল লতিফ মির্জা
ব্যক্তিগত বিবরণ
জন্ম১ নভেম্বর ১৯২৭
সিরাজগঞ্জ জেলা
মৃত্যু২ জুন ১৯৯৬
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়

প্রাথমিক জীবন সম্পাদনা

দবির উদ্দিন আহমেদ ১ নভেম্বর ১৯২৭ সালে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বাংগালা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা সামাতুল্লা আকন্দ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৭ সালে আইনে স্নাতক ডিগ্রী নিয়ে সিরাজগঞ্জে আইন পেশা শুরু করেন।[২]

রাজনৈতিক জীবন সম্পাদনা

দবির একজন মুক্তিযোদ্ধা ও আইনজীবী ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষা আন্দোলনে বলিষ্ট ভূমিকা রাখেন। ১৯৫৬ সালে তিনি আওয়ামীলীগে যোগদেন। তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলনবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন পাবনা-৪ (বর্তমান সিরাজগঞ্জ-৪) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[১]

মৃত্যু সম্পাদনা

দবির উদ্দিন আহমেদ ২ জুন ১৯৯৬ সালে মৃত্যুবরণ করেন।[২][৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. "প্রখ্যাত ব্যক্তিত্ব, সিরাজগঞ্জ জেলা"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৭ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২০ 
  3. "দবির উদ্দিন আহমদ"দৈনিক যুগান্তর। ২ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২০