দত্তপাড়া জমিদার বাড়ি

দত্তপাড়া জমিদার বাড়ি বাংলাদেশ এর গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি[১]

দত্তপাড়া জমিদার বাড়ি
সাধারণ তথ্য
ধরনবাসস্থান
অবস্থানগাজীপুর সদর উপজেলা
শহরগাজীপুর সদর উপজেলা, গাজীপুর জেলা
দেশবাংলাদেশ
খোলা হয়েছেঅজানা
স্বত্বাধিকারীদত্ত সাহেব
কারিগরী বিবরণ
উপাদানইট, সুরকি ও রড

ইতিহাস সম্পাদনা

জমিদার দত্ত সাহেব এই জমিদার বংশ ও জমিদার বাড়ির গোড়াপত্তনকারী। তবে তিনি কবে নাগাদ উক্ত জমিদারীর সূচনা করেছেন তার সঠিক তথ্য জানা যায়নি। এই জমিদার বংশধররা মূলত গাজীপুর জেলার বিখ্যাত ভাওয়াল জমিদার বংশের বংশধর। জমিদার দত্ত সাহেব ভাওয়াল জমিদার বংশের নাতি ছিলেন। দেশ ভাগের পর জমিদারী প্রথা বিলুপ্ত হলেও জমিদার দত্ত সাহেব এখানে প্রায় ১৯৬৪ সাল পর্যন্ত ছিলেন। পরবর্তীতে ভারতের এক মুসলিম ব্যবসায়ীর সাথে জায়গা বিনিময় করে তিনি ভারতে চলে যান। বর্তমানে জমিদার বাড়ির ভবন একটি বেসরকারি এনজিও সংস্থা লিজ নিয়ে হাসপাতাল হিসেবে ব্যবহার করতেছে।

অবকাঠামো সম্পাদনা

দ্বিতল বিশিষ্ট্য একটি ফেকাশে লাল (পিংক) রংয়ের ভবন রয়েছে। এছাড়াও জমিদার বাড়ির পিছনে একটি বিশাল দিঘী রয়েছে।

বর্তমান অবস্থা সম্পাদনা

তত্ত্বাবধায়নে থাকায় জমিদার বাড়ির ভবন এখনও বেশ ভালো অবস্থায় রয়েছে। একটি বেসরকারি এনজিও সংস্থা বাড়িটি লিজ নিয়ে হাসপাতাল হিসেবে ব্যবহার করতেছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "গাজীপুরের দর্শনীয় স্থান সমূহ"গাজীপুর কণ্ঠ। ২১ মে ২০১৯। ১৯ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৯