দক্ষযজ্ঞ

হিন্দু পুরাণের একটি গুরুত্বপূর্ণ ঘটনা
(দক্ষ যজ্ঞ থেকে পুনর্নির্দেশিত)

দক্ষযজ্ঞহিন্দু পুরাণ ও বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থে বর্ণিত একটি গুরুত্বপূর্ণ ঘটনা।[১][২][৩] এটি দক্ষ দ্বারা সংগঠিত যজ্ঞ বোঝায়, যেখানে তার কন্যা সতী  আত্মহত্যা করেছিলেন।[৩] সতীর স্বামী দেবতা শিবের ক্রোধ হয়, এবং তারপর যজ্ঞটি ধ্বংস করে।[৪][৫] গল্পটিকে দক্ষ-যজ্ঞ-নাশ (দক্ষের বলির বিনাশ) বলা হয়। গল্পটি শক্তিপীঠ, হিন্দু দেবী মায়ের মন্দির প্রতিষ্ঠার ভিত্তি তৈরি করে। পার্বতী, সতীর পুনর্জন্ম যিনি পরবর্তীতে শিবকে বিয়ে করেন তার গল্পেরও ভূমিকা হয়ে ওঠে।

সতী দক্ষের মুখোমুখি হয়।

গল্পটি মূলত বায়ুপুরাণে উল্লেখ করা হয়েছে।[২] এটি স্কন্দপুরাণ, কূর্মপুরাণ, হরিবংশ পুরাণপদ্মপুরাণের কাশী কাণ্ডেও উল্লেখ আছে। লিঙ্গপুরাণশিবপুরাণ,  এবং মৎস্যপুরাণেও এ ঘটনার বিশদ বিবরণ রয়েছে।[১][৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Destruction of Daksha Yagna by Virabhadra, Shiva Purana[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ], www.kamakoti.org (ইংরেজি ভাষায়), সংগ্রহের তারিখ ০৩,০২,২০২২
  2. "Vaayu Purana"Horace Hayman Wilson। পৃষ্ঠা 62–69। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৩ 
  3. Daksha yajna, dbpedia.org (ইংরেজি ভাষায়), সংগ্রহের তারিখ ০৩,০২,২০২২
  4. Destruction of Daksha Yajna, Brahma PuranaPurana, www.indianetzone.com (ইংরেজি ভাষায়), সংগ্রহের তারিখ ০৩,০২,২০২২
  5. Daksha Yagna - Story of Daksha's sacrifice and Sati-Shakti, www.templenet.com (ইংরেজি ভাষায়), সংগ্রহের তারিখ ০৩,০২,২০২২