দক্ষিণ জামশা উচ্চ বিদ্যালয়

দক্ষিণ জামশা উচ্চ বিদ্যালয় বাংলাদেশের মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের প্রাণকেন্দ্র দক্ষিণ জামশা এলাকায় অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯৬৯ সালে [১] জনাব ইয়াসিন আলী খান মাষ্টার এর হাত ধরে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি এরই মধ্যে মানিকগঞ্জ তথা বাংলাদেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিণত হয়েছে।

দক্ষিণ জামশা উচ্চ বিদ্যালয়
জামশা উচ্চ বিদ্যালয়
ঠিকানা
জামশা উচ্চ বিদ্যালয় সড়ক, জামশা, সিংগাইর, মানিকগঞ্জ


,
তথ্য
নীতিবাক্যমানুষ হওয়ার জন্য শিক্ষা
প্রতিষ্ঠাকাল১৯৬৯
প্রতিষ্ঠাতাইয়াসিন আলী খান
কর্তৃপক্ষপরিচালনা পর্ষদ, দক্ষিণ জামশা উচ্চ বিদ্যালয়
ইআইআইএন১১১০৫৭
অধ্যক্ষরফিক মোল্লা
কর্মকর্তা২৭
অনুষদবিজ্ঞান, মানবিক, ব্যবসা
শিক্ষকমণ্ডলী১২
শ্রেণীষষ্ঠ-দশম
বয়সসীমা১১-১৮
শিক্ষার্থী সংখ্যা১৮৩২
ভাষাবাংলা
বিদ্যালয়ের কার্যসময়৬ ঘণ্টা
ক্যাম্পাসমফস্বল
শিক্ষায়তন৪.৫ একর (১৮,০০০ মি)
ক্যাম্পাসের ধরনস্থায়ী
হাউস
রংBlack & White
ক্রীড়াফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, হ্যান্ডবল
ডাকনামJHS
শিক্ষা বোর্ডঢাকা শিক্ষা বোর্ড
ওয়েবসাইটwww.zamshaup.mankikganj.gov.bd

তথ্যসূত্র সম্পাদনা

  1. "দক্ষিণ জামশা উচ্চ বিদ্যালয়"zamshaup.manikganj.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৮