দক্ষিণ কোরিয়ায় সমকামীদের অধিকার

দক্ষিণ কোরিয়ায় সমকামী অধিকার

সমকামিনী, সমকামী, উভকামী এবং হিজড়া (LGBT) জনগণ দক্ষিণ কোরিয়ায় আইনগত ঝামেলায় পড়েন। তবে সামাজিকভাবে এলজিবিটি নয় এরূপ জনগণ কর্তৃক তারা বৈষম্যের স্বীকার হন না। সমকামি আচরণ দক্ষিণ কোরিয়ায় আইনগতভাবে স্বীকৃত। তবে বহু পশ্চিমা দেশের মত  বিয়ে করার অনুমতি নেই।

সমকামী অধিকার : দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়া
সমকামী অধিকার?কোরিয়ান ইতিহাসে সমকামীতা বিরুদ্ধে কোন আইন পাওয়া যায় না
লিঙ্গ স্বীকৃতিট্রান্সজেন্ডার মানুষেরা আইনগতভাবে লিঙ্গ পরিবর্তন করতে পারেন
সামরিক চাকরিতেসামরিক বাহিনীতে সমকামিতা গ্রহনযোগ্য নয়।সকল পুরুষকে সামরিক বাহিনীতে সেবা দিতে হয় এবং এই সময় সমকামিতার ব্যাপারে সামরিক আইন মেনে চলা বাধ্যতামূলক।
বৈষম্য নিরাপত্তাকিছু
পারিবারিক অধিকার
সম্পর্কের স্বীকৃতিনা

দক্ষিণ কোরিয়ার সংবিধান বা পেনালকোডে সমকামিতা নিয়ে কোণ উল্লেখ নেই। তবে ৩১তম অধ্যায়ে কোরিয়ার মানবাধিকার কমিটির আইন উল্লেখ করে " কোন ব্যক্তিই তার যৌন অভিমুখিতার ভিত্তিতে বৈষম্যের শিকার হবেন না।" অবশ্য, সামরিক বাহিনীর পেনাল কোডের ৯২ নং অধ্যায়ে সমকামি আচরনকে "যৌন হয়রানি" ( কোরীয়상호강간; হাঞ্জা相互强姦 ) বলে উল্লেখ করা হয়েছে এবং এর শাস্তি সর্বোচ্চ এক বছরের কারাদন্ড। এই পেনালকোডে স্বেচ্ছায় কিংবা জোর পূর্বক সমকামি আচরনের কথা উল্লেখ করা নেই। তবে, ২০১০ সালের একটি সামরিক আদালত উক্ত আইনকে অবৈধ ঘোষণা করে কেননা সমকামিতা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। উক্ত রায়ের ব্যাপারে সাংবিধানিক আদালতে আপীল করা হলেও আপীলের রায় এখনো দেয়া হয়নি। [১]

২০ বছরের ঊর্ধ্বে যেকোন রূপান্তরিত লিঙ্গের মানুষ লিঙ্গ পরিবর্তনের অপারেশন করার অধিকার রাখেন। একই সাথে এই অধিকার বলে তারা নিজেদের দাপ্তরিক কাগজপত্রেও লিঙ্গ পরিচয় পরিবর্তন করতে পারেন।[২] দক্ষিণ কোরিয়ার প্রথম রূপান্তরিতলিঙ্গের বিনোদনকর্মী,   হারিসু। ২০০২ সাল পর্যন্ত তিনি আইনগতভাবে দক্ষিণ কোরিয়ার লিঙ্গ পরিবর্তনকারীদের মাঝে দ্বিতীয়। 

২০১৭ সালের আগস্টে, উচ্চ আদালত সরকারকে "বিয়ন্ড দ্যা রেইনবো" নামের একটি এলজিবিটি অধিকার ফাউন্ডেশনকে কার্যক্রম অব্যাহত রাখার অনুমতি প্রদানে সরকারকে নির্দেশ দেয়। সরকারি অনুমতি ব্যতীত উক্ত ফাউন্ডেশন কর -মওকুফ ত্রান সংগ্রহ করতে পারছিল না[৩][৪]

ইতিহাস সম্পাদনা

সবধরনের উৎস থেকে জানা যায়, দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সমকামিতা কখনই নিষিদ্ধ ছিল না। 

যদিও, কোরিয়ান সাহিত্যে ও ঐতিহাসিক লিপিতে সমকামিতা নিয়ে খুব কমই উল্লেখ রয়েছে। বৌদ্ধ ভিক্ষুদের মাঝে বেশ কয়েকজন একই লিঙ্গের প্রতি আকৃষ্ট এবং কেউ কেউ তাদের সাথে সমকামি সম্পর্কে জড়িয়েছিল বলে উল্লেখ পাওয়া যায়।[৫]

গোরইয়ো আমলে, রাজা মোকজং (৯৮০-১০০৯) এবং রাজা গোংমিনের (১৩২৫-১৩৭৪) একাধিক অনচুং ("পুরুষ প্রেমিক") ছিল প্রমাণ পাওয়া যায়। এই সকল কমবয়েসী ছেলেরা "চাজ্যুহি" ( "ছোট- ভাই সহকারী" ) রাজা গোংমিনের মৃত্যুর পর, শুধুমাত্র কমবয়েসী ছেলেদের খুঁজে তার কোর্টে নিয়োগের জন্য তিনি একটি মন্ত্রণালয় গড়ে তুলেন। 

সম-লৈঙ্গিক বিবাহের স্বীকৃতি সম্পাদনা

সমলৈঙ্গিক বিবাহের আইনগতভাবে স্বীকৃতি কোরিয়ায় নেই।.

২০১৫ সালে, অভিনেতা কিম ঝো গোয়াংসু এবং তার পার্টনার কিম সং হোয়ান আইনগতভাবে বিয়ে করার জন্য আবেদন করেন। ২০১৬ সালের মে মাসে তার আবেদন সিওলের পশ্চিম অঞ্চলের আদালত কর্তৃক বাতিল করা হয়, এমনকি তাদের আপীলও খারিজ করা হয়। বর্তমানে মামলাটি উচ্চ আদালতের অধীনে চলমান। [৬]

গৌরব পদযাত্রা সম্পাদনা

২০১৭ সালের জুলাইয়ে, প্রায় ৮৫ হাজার লোকের উপস্থিতিতে এলজিবিটি অধিকারের স্বপক্ষে একটি গৌরব শোভাযাত্রা বের হয়। ২০০০ সালে সর্বপ্রথম এই পদযাত্রার সূচনা হয় এবং প্রতি বছরে এতে উপস্থিত মানুষের সংখ্যা বাড়ছে।[৭]

২০০৯ সাল থেকে দেগু শহরে গৌরব পদযাত্রা শুরু হয়েছে। ২০১৭ সালের সেপ্টেম্বরের ২৩ তারিখ বুসান শহরে সর্বপ্রথম গৌরব পদযাত্রা অনুষ্ঠিত হয়। 

আরোও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Will homosexuality be accepted in barracks?"The Korea Times 
  2. "Being gay in South Korea"। GayNZ.com। ২০১১-০৮-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৯-১৬ 
  3. "South Korea: Supreme Court Affirms LGBT Rights"Human Rights Watch। আগস্ট ৪, ২০১৭। 
  4. "Government denies recognition to sexual minority rights group"The Hankyoreh। মে ৪, ২০১৫। 
  5. "Korean Gay and Lesbian History"। Utopia-asia.com। সংগ্রহের তারিখ ২০১১-০১-২০ 
  6. S. Korean court rejects gay couple's appeal over same-sex marriage
  7. Thousands of people turned out for the biggest South Korea Pride yet this weekend

বহিঃসংযোগ সম্পাদনা

নিবন্ধ সম্পাদনা