দক্ষিণ কাট্টলী ওয়ার্ড

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটি ওয়ার্ড

দক্ষিণ কাট্টলী বাংলাদেশের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন একটি ওয়ার্ড। যার ক্রমিক নাম্বার ১১।

দক্ষিণ কাট্টলী
চট্টগ্রাম সিটি কর্পোরেশন
১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড
দক্ষিণ কাট্টলী বাংলাদেশ-এ অবস্থিত
দক্ষিণ কাট্টলী
দক্ষিণ কাট্টলী
বাংলাদেশে দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের অবস্থান
স্থানাঙ্ক: ২২°২০′৫৭″ উত্তর ৯১°৪৬′৩৪″ পূর্ব / ২২.৩৪৯১৭° উত্তর ৯১.৭৭৬১১° পূর্ব / 22.34917; 91.77611 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
শহরচট্টগ্রাম
শাসকচট্টগ্রাম সিটি কর্পোরেশন
সংসদীয় আসনচট্টগ্রাম-১০
সরকার
 • কাউন্সিলরআলহাজ্ব অধ্যাপক মো: ইসমাইল
আয়তন
 • মোট৩.৭৩ বর্গকিমি (১.৪৪ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৯৩,৫৬২
 • জনঘনত্ব২৫,০০০/বর্গকিমি (৬৫,০০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৬৬.৯%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪২১৭ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
এলাকার টেলিফোন কোড+৮৮০ ৩১

আয়তনসম্পাদনা

দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের আয়তন ৩.৭৩ বর্গ কিলোমিটার।[১][২]

জনসংখ্যার উপাত্তসম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের মোট জনসংখ্যা ৯৩,৫৬২ জন। এর মধ্যে পুরুষ ৪৭,৬৬০ জন এবং মহিলা ৪৫,৯০২ জন। মোট পরিবার ২০,৮১৩টি।[৩]

অবস্থান ও সীমানাসম্পাদনা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উত্তর-পশ্চিমাংশে দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের অবস্থান। এর দক্ষিণে ২৬নং উত্তর হালিশহর ওয়ার্ড, পূর্বে ১২নং সরাইপাড়া ওয়ার্ড, উত্তরে ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড ও পশ্চিমে বঙ্গোপসাগর অবস্থিত।

প্রশাসনিক কাঠামোসম্পাদনা

দক্ষিণ কাট্টলী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন ১১নং ওয়ার্ড। এ ওয়ার্ডের উত্তরাংশের প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পাহাড়তলী থানার আওতাধীন এবং দক্ষিণাংশ হালিশহর থানার আওতাধীন। এটি ২৮৭নং চট্টগ্রাম-১০ জাতীয় নির্বাচনী এলাকার অংশ[৪] এ ওয়ার্ডের উল্লেখযোগ্য এলাকাসমূহ হল:

  • দক্ষিণ কাট্টলী
  • গ্রীণভিউ
  • সবুজবাগ

শিক্ষা ব্যবস্থাসম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের সাক্ষরতার হার ৬৬.৯%।[৩] এ ওয়ার্ডে ১টি ডিগ্রী কলেজ, ১টি স্কুল অ্যান্ড কলেজ, ৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ১১টি প্রাথমিক বিদ্যালয় ও ২টি মাদ্রাসা রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানসম্পাদনা

কলেজ
স্কুল অ্যান্ড কলেজ
মাধ্যমিক বিদ্যালয়
মাদ্রাসা
  • দারুল ফুরকান মাদ্রাসা, চট্টগ্রাম
  • জামেয়া মোহাম্মদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা
প্রাথমিক বিদ্যালয়
  • সরাইপাড়া হাজী আবদুল আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় (২০১৩ সালে এটি অষ্টম শ্রেণি চালুকৃত প্রাথমিক বিদ্যালয়)
  • দক্ষিণ কাট্টলী বাসন্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ কাট্টলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ কাট্টলী প্রাণহরি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হালিশহর হাউজিং এস্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • আব্দুর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (সদ্য জাতীয়করণকৃত)
  • আলহাজ্ব আহমদ উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় (সদ্য জাতীয়করণকৃত)
  • দক্ষিণ কাট্টলী আবু ছিদ্দিক সরকারি প্রাথমিক বিদ্যালয় (সদ্য জাতীয়করণকৃত)
  • ন্যাশনাল হাউজিং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় (সদ্য জাতীয়করণকৃত)

অর্থনীতিসম্পাদনা

ব্যাংকসম্পাদনা

বাংলাদেশের অর্থনীতির অন্যতম জীবনীশক্তি হলো ব্যাংক এবং এই ব্যাংকগুলো দেশের মুদ্রাবাজারকে রাখে গতিশীল ও বৈদেশিক বাণিজ্যকে করে পরিশীলিত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে অবস্থিত ব্যাংকসমূহের তালিকা নিচে উল্লেখ করা হলো:

ক্রম নং ব্যাংকের ধরন ব্যাংকের নাম শাখা ব্যাংকিং পদ্ধতি ঠিকানা
০১ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এনআরবি কমার্শিয়াল ব্যাংক অলংকার মোড় উপশাখা[৫] সাধারণ নুরজাহান টাওয়ার, অলংকার মোড়, পাহাড়তলী, চট্টগ্রাম
০২ ইউনিয়ন ব্যাংক হালিশহর উপশাখা[৬] ইসলামী শরিয়াহ্ ভিত্তিক ইসলাম ভবন (২য় তলা), ২৭, এইচ এস রোড, ব্লক এ, হালিশহর হাউজিং এস্টেট, চট্টগ্রাম

দর্শনীয় স্থানসম্পাদনা

কাউন্সিলরসম্পাদনা

নির্বাচন কাউন্সিলর[৭] রাজনৈতিক দল
২০০৫ ছিদ্দিক আহমদ চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ
২০১০ মোরশেদ আকতার চৌধুরী
২০১৫
২০২১ আলহাজ্ব অধ্যাপক মো: ইসমাইল

জনপ্রতিনিধিসম্পাদনা

ক্রম নং. পদবী নাম
০১ কাউন্সিলর আলহাজ্ব অধ্যাপক মো: ইসমাইল
০২ সংরক্ষিত মহিলা কাউন্সিলর হুরে আরা বেগম বিউটি
০৩ সচিব মনোতোষ বড়ুয়া

আরও দেখুনসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. "পাহাড়তলী থানা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org 
  2. "হালিশহর থানা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org 
  3. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২০ 
  4. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১২ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১৭ 
  5. "এনআরবি কমার্শিয়াল ব্যাংক - অলংকার মোড় উপশাখা"www.nrbcommercialbank.com। এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২২ 
  6. "ইউনিয়ন ব্যাংক - হালিশহর উপশাখা"unionbank.com.bd। ইউনিয়ন ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২২ 
  7. "কাউন্সিলরবৃন্দ - চট্টগ্রাম জেলা - চট্টগ্রাম জেলা"www.chittagong.gov.bd। ২৮ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১৭ 

বহিঃসংযোগসম্পাদনা