দক্ষিণ আফ্রিকান ফুটবল অ্যাসোসিয়েশন
দক্ষিণ আফ্রিকান ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি: South African Football Association; এছাড়াও সংক্ষেপে এসএএফএ নামে পরিচিত) হচ্ছে দক্ষিণ আফ্রিকার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার পরের বছর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি একই বছরে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানসবার্গে অবস্থিত।
ক্যাফ | |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯৯১[১] |
সদর দপ্তর | জোহানসবার্গ, দক্ষিণ আফ্রিকা |
ফিফা অধিভুক্তি | ১৯৯২[১] |
ক্যাফ অধিভুক্তি | ১৯৯২ |
সভাপতি | ড্যানি জর্ডান |
সহ-সভাপতি | |
ওয়েবসাইট | www |
এই সংস্থাটি দক্ষিণ আফ্রিকার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে প্রিমিয়ার ফুটবল লীগ, এসএএফএ নারী লীগ এবং নেডব্যাংক কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে দক্ষিণ আফ্রিকান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন ড্যানি জর্ডান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তেবগো মোতলান্থে।
কর্মকর্তা
সম্পাদনা- ২৩ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | ড্যানি জর্ডান |
সহ-সভাপতি | আরভিন খোজা |
রিয়া লেডোয়াবা | |
গে মকোয়েনা | |
লুকাস এনলাপো | |
জলিল এনকোম্পেলা | |
এলভিস শিশানা | |
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক | তেবগো মোতলান্থে |
কোষাধ্যক্ষ | |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | ডোমনিক চিমনাভি |
প্রযুক্তিগত পরিচালক | নিল টোভি |
ফুটসাল সমন্বয়কারী | টমাস সাডিকে |
জাতীয় দলের কোচ (পুরুষ) | মোলেফি এনটসেকি |
জাতীয় দলের কোচ (নারী) | ডিজায়ার এলিস |
রেফারি সমন্বয়কারী | আব্দুল বাসিত ইব্রাহিম |
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)
- ফিফা-এ দক্ষিণ আফ্রিকান ফুটবল অ্যাসোসিয়েশন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে (ইংরেজি)
- ক্যাফ-এ দক্ষিণ আফ্রিকান ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি)