থেমিস
গ্রিক আইন-কানুনের দেবী
গ্রিক পুরাণে থেমিস (Themis (/ˈθiːmɪs/; Ancient Greek: Θέμις)) ছিলেন বারোজন টাইটানদের একজন। তিনি ছিলেন স্বর্গীয় আইন-কানুন ও আদেশের টাইটান দেবী। থেমিসের প্রতীক হিসেবে ন্যায়বিচারের নিক্তি ব্যবহৃত হয়। থেমিসের সাথে দেবরাজ জিউসের মিলনে তিনজন নিয়তিদেবী ও তিনজন ঋতু ও সময়ের দেবীর জন্ম হয়। চোখ বাঁধা ও একহাতে নিক্তি এবং অন্যহাতে খড়গসহ থেমিসের প্রতিমূর্তি অনেক বিচারালায়ে ন্যায়বিচারের প্রতীক হিসেবে স্থাপিত আছে।[১]
তথ্যসূত্র
সম্পাদনাপুরাণ বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |