থিলান থুশারা

শ্রীলঙ্কান ক্রিকেটার

মাগিনা থিলান থুসারা মিরান্ডো (সিংহলি: තිලාන් තුෂාර; জন্ম: ১ মার্চ, ১৯৮১) বালাপিতিয়ায় জন্মগ্রহণকারী সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটারশ্রীলঙ্কা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন থিলান থুসারা। দলে তিনি মূলতঃ বামহাতি মিডিয়াম-ফাস্ট বোলার হিসেবে খেলেছেন। পাশাপাশি বামহাতে ব্যাটিংয়ে পারদর্শী তিনি। ঘরোয়া ক্রিকেটে সিংহলীজ স্পোর্টস ক্লাবের প্রতিনিধিত্ব করেছেন।

থিলান থুশারা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামমাগিনা থিলান থুসারা মিরান্ডো
জন্ম (1981-03-01) ১ মার্চ ১৯৮১ (বয়স ৪৩)
বালাপিতিয়া, শ্রীলঙ্কা
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনবামহাতি মিডিয়াম-ফাস্ট
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক২৭ জুন ২০০৩ বনাম ওয়েস্ট ইন্ডিজ
শেষ টেস্ট১৯ নভেম্বর ২০১০ বনাম ওয়েস্ট ইন্ডিজ
ওডিআই অভিষেক১৫ এপ্রিল ২০০৮ বনাম ওয়েস্ট ইন্ডিজ
শেষ ওডিআই৭ জুন ২০১০ বনাম জিম্বাবুয়ে
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৯-১১চেন্নাই সুপার কিংস
২০০৭-০৮সিংহলিজ স্পোর্টস ক্লাব
২০০৬-০৭কোল্টস ক্রিকেট ক্লাব
২০০১-০৬নন্দেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাব
১৯৯৮-২০০১সিংহ স্পোর্টস ক্লাব
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ১০ ৩৮ ১০০ ১২৮
রানের সংখ্যা ৯৪ ৩৯২ ২,০৩৬ ১,১৫৯
ব্যাটিং গড় ৮.৫৪ ১৮.৬৬ ১৫.৫৪ ১৭.২৯
১০০/৫০ ০/০ ০/১ ১/৬ ০/৩
সর্বোচ্চ রান ১৫* ৫৪* ১০৩* ৭৫*
বল করেছে ১,৬৬৮ ১,৬৭৬ ১২,৮২৪ ৫,০২৭
উইকেট ২৮ ৫০ ২৫৬ ১৪৮
বোলিং গড় ৩৭.১৪ ২৭.৮৬ ২৯.৭৪ ২৭.৭৫
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং ৫/৮৩ ৫/৪৭ ৬/৫০ ৬/২৮
ক্যাচ/স্ট্যাম্পিং ৩/– ৪/– ৩৮/– ২০/–
উৎস: CricketArchive, ৮ ফেব্রুয়ারি ২০১১

খেলোয়াড়ী জীবন সম্পাদনা

১৯৯৮-৯৯ মৌসুমে থুসারা’র প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে। শ্রীলঙ্কার প্রিমিয়ার ফাস্ট-বোলিং একাডেমিতে প্রশিক্ষণ শেষে তিনি দল নির্বাচকমণ্ডলীর নজর কাড়েন। এরফলে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট দলের সদস্য মনোনীত হন। ঐ সিরিজের কোন খেলায় মূল একাদশে তাকে অন্তর্ভুক্ত করা না হলেও ২৭ জুন, ২০০৩ তারিখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়। কিন্তু সিরিজটিতে তিনি তেমন রান কিংবা উইকেট সংগ্রহে ব্যর্থ হন।

এরপর ২০০৬-০৭ মৌসুমে ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে দূর্দান্ত ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করলে ২০০৮ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে যান। ১৫ এপ্রিল, ২০০৮ তারিখে প্রথম খেলায় ৫ উইকেট ও পরের খেলায় তিন উইকেট শিকার করেন তিনি। একই সফরে তার ওডিআই অভিষেক ঘটে। ১৫ এপ্রিল, ২০০৮ তারিখে সেন্ট লুসিয়ার বিউসেজাউর স্টেডিয়ামে অনুষ্ঠিত অভিষেক ওডিআইয়ে তিনি তার প্রথম বলেই রুনাকো মর্টনকে কুমার সাঙ্গাকারা’র হাতে কট আউট করে উইকেট লাভ করেন।[১] তৃতীয় ওডিআইয়ে চমকপ্রদ বোলিং পরিসংখ্যান গড়েন ৫.২-১-১২-১। কিন্তু বৃষ্টির কারণে খেলাটি পরিত্যক্ত ঘোষিত হয়। চামিন্দা ভাসের কিছুকাল অবসরের ফাঁকে তিনি শ্রীলঙ্কা ক্রিকেট দলে প্রধান বোলারের মর্যাদা পান।

৬ ফেব্রুয়ারি, ২০০৯ তারিখে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে চেন্নাই সুপার কিংসের সাথে চুক্তিবদ্ধ হন।[২] চেন্নাই কর্তৃপক্ষ তাকে $১৪০০০০ মার্কিন ডলারের বিনিময়ে চুক্তি করে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Sri Lanka in West Indies (2007 – 2008): Scorecard of third ODI"। Cricinfo। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ৯, ২০১০ 
  2. Thilan Thushara Profile, http://beta.cricket.yahoo.com/player-profile/Thilan-Thushara_3416 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ জানুয়ারি ২০০৯ তারিখে

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা