ত্রিলোচনপুর ইউনিয়ন
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন
ত্রিলোচনপুর ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের ঝিনাইদহ জেলায় অবস্থিত কালীগঞ্জ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন পরিষদ।[১] এটি ৫৪.১৩ কিমি২ (২০.৯০ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ১৯৯১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ১৩,৩৭৭ জন। ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ১৯টি ও মৌজার সংখ্যা ১৫টি।[২]
ত্রিলোচনপুর ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে ত্রিলোচনপুর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°২২′৪২.২″ উত্তর ৮৯°৪′২৯.৬″ পূর্ব / ২৩.৩৭৮৩৮৯° উত্তর ৮৯.০৭৪৮৮৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | ঝিনাইদহ জেলা |
উপজেলা | কালীগঞ্জ উপজেলা, ঝিনাইদহ ![]() |
প্রতিষ্ঠাকাল | ১৯৯৫ |
সরকার | |
• চেয়ারম্যান | নজরুল ইসলাম রিতু (স্বতন্ত্র) |
আয়তন | |
• মোট | ৫৪.১৩ বর্গকিমি (২০.৯০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৩,৩৭৭ |
• জনঘনত্ব | ২৫০/বর্গকিমি (৬৪০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
গ্রামসমূহ
সম্পাদনাত্রিলোচন পুর ইউনিয়নের অন্তর্ভুক্ত গ্রাম সমূহ।
১.কালুখালী।
২.মধুপুর।
৩.সুন্দরপুর।
৪.পারশ্রীরামপুর।
৫.বালিয়াডাংগা।
৬.বানুড়িয়া।
৭.আজমতনগর।
৮.একতারপুর।
৯.চাঁদবা।
১০.শাহাপুর
১১.গবরডাঙ্গা।
১২.ত্রিলোচনপুর।
১৩.দাদপুর।
১৪.ছোট ঘিঘাটি।
১৫.বড় ঘিঘাটি।
- ↑ "ত্রিলোচনপুর ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২০২০-০৩-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২০।
- ↑ "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬।