ত্রিনিদাদ ও টোবাগোতে ইসলাম

ত্রিনিদাদ ও টোবাগোর জনসংখ্যার ৫ শতাংশ মুসলিমদের নিয়ে গঠিত।[১] বেশিরভাগ লোক ত্রিনিদাদে বাস করে তবে টোবাগোতেও মুষ্টিমেয় লোক রয়েছে।

 

টোবাগোর নিম্নভূমিতে অবস্থিত মসজিদ আল তাওবাহ

ইতিহাস সম্পাদনা

আফ্রিকা থেকে উপনিবেশবাদীদের দ্বারা ক্রীতদাস হিসাবে আনা প্রথম আগত মুসলমানরা এদেশে এসেছিল। দ্বিতীয় দলটি ১৮১৬ সালে আফ্রিকার বংশোদ্ভূত ঔপনিবেশিক মেরিনস কর্পসের অংশ হিসাবে এসেছিল এবং ১৮১৫ সালে যুদ্ধে জর্জিয়াতে ১৮১২ সালের যুদ্ধের সময় নিয়োগ পেয়েছিল, তাদের বেশিরভাগই প্রিন্সেস টাউনের কাছে কোম্পানির গ্রামে পঞ্চম এবং ষষ্ঠ কোম্পানিতে বসতি স্থাপন করেছিল। ১৮১৭ এবং ১৮২৫ সালের মধ্যে পূর্ব উপকূলের মানজানিলা এবং ভ্যালেন্সিয়ার দক্ষিণ-পূর্বের গ্রামগুলির একটি গ্রুপে ভেঙে দেওয়া ওয়েস্ট ইন্ডিয়া রেজিমেন্ট এর মধ্যে সদস্যদের মধ্যে আফ্রিকান মুসলমানরা পরে আসে এবং দাস বাণিজ্য আইন অনুসরণ করে রাজকীয় নৌবাহিনী দাসবাহী জাহাজগুলিকে বাধা দিলে, পরবর্তীতে আফ্রিকান মুসলমানদের ত্রিনিদাদে নিয়ে আসা হয়। ১৮৪০ এর দশক থেকে,ভারতীয় চুক্তিনামা পদ্ধতির অংশ হিসাবে মুসলমানরা দক্ষিণ এশিয়া থেকে আখ এবং কোকোয়া বাগানের কাজ করার জন্য এসেছিল। বর্তমানে বেশিরভাগ মুসলমানরা দক্ষিণ এশীয় বংশোদ্ভূত তবে তারা সবাই বিভিন্ন জাতি থেকে ধর্মান্তরিত। ত্রিনিদাদে ইসলামি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। দেশের প্রথম মুসলিম মাধ্যমিক বিদ্যালয় হল, ১৯৬০ সালে প্রতিষ্ঠিত সান ফার্নান্দোর এএসজেএ বয়েজ কলেজ ।

 
হার্মিটেজ গ্রামের একটি মসজিদ

দেশটিতে অনেক মসজিদ আছে। ঈদুল ফিতর সরকারী ছুটির দিন। সেখানকার কয়েকটি মসজিদ আহমদিয়া মুসলিম সম্প্রদায়ের[২] এবং আহমদিয়া আঞ্জুমান ইসা'হাত ইসলাম লাহোরের অন্তর্ভুক্ত ৫ টি মসজিদ রয়েছে।

২০০৫ সালে, একটি ইসলামিক টেলিভিশন চ্যানেল আইবিএন চ্যানেল ৮ এর সূচনা হয়। ২০০৬ সালে দারুত তারবিয়া - ইসলামিক নেটওয়ার্ক (টিআইএন) প্রতিষ্ঠিত হয়।

উল্লেখযোগ্য মুসলমান সম্পাদনা

  • ইনসান আলী
  • মাহাবুব বিন আলী
  • রাদানফাহ আবু বকর
  • ইয়াসিন আবু বকর, ১৯৯০ সালের অভ্যুত্থানের নেতা।
  • খালিদ হাসানালী
  • নূর হাসানালী, প্রাক্তন রাষ্ট্রপতি
  • ইমরান এন হোসেন
  • হাজী গোকুল মিয়াহ
  • জামাল শাবাজ
  • ইনসান ইসমাইল, আইবিএন এর মালিক
  • ইয়াকুব আলী[৩]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Trinidad and Tobago Demographics Profile 2018"www.indexmundi.com 
  2. Ahmadiyya Muslim Mosques Around the World: A Pictorial Presentation (ইংরেজি ভাষায়)। Ahmadiyya Muslim Community, USA। ২০০৮। আইএসবিএন 9781882494514 
  3. "Yacoob Ali"The Muslim 500 (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১২ 

 

বহিঃসংযোগ সম্পাদনা