তেরশ্রী গণহত্যা
১৯৭১ সালের ২২ নভেম্বরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে মানিকগঞ্জ জেলার হিন্দু সম্প্রদায় অধ্যুষিত তেরশ্রী গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগী রাজাকার, আলবদর বাহিনী আক্রমণ করে এবং কমপক্ষে ৪৩ জন নিরীহ বেসামরিক জনতাকে হত্যা করে।[১][২][৩] এজন্য ২২ নভেম্বরকে তেরশ্রী গণহত্যা দিবস হিসেবে পালন করা হয়। এ দিনে তেরশ্রীর জমিদার সিদ্ধেশ্বরী রায় প্রসাদ চৌধুরী ও অধ্যক্ষ আতিয়ার রহমানকে তারা ধরে নিয়ে প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে হত্যা করে।[৩]
তেরশ্রী গণহত্যা | |
---|---|
স্থান | তেরশ্রী, মানিকগঞ্জ, ঢাকা বিভাগ, বাংলাদেশ |
তারিখ | ২২ নভেম্বর ১৯৭১ সকাল ১০ ঘটিকা (ইউটিসি+৬:০০) |
লক্ষ্য | বাঙ্গালী |
হামলার ধরন | গণহত্যা, অপহরণ, ধর্ষণ, লুটপাট |
ব্যবহৃত অস্ত্র | বেয়নেট চার্জ, স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র, আগুনে পুড়িয়ে |
নিহত | ৪৩ জনের অধিক |
হামলাকারী দল | পাকিস্তানি সেনাবাহিনী, বিহারী মুসলমান, রাজাকার, আলবদর, আল শামস |
পটভূমি
সম্পাদনাগণহত্যা
সম্পাদনাস্মৃতি স্মারক
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "মানিকগঞ্জে তেরশ্রী গণহত্যা দিবস পালিত হবে কাল"। কালের কণ্ঠ। ২১ নভেম্বর ২০১৬।
- ↑ bonikbarta.com। "তেরশ্রী গণহত্যা তেরশ্রী ট্রাজেডি"।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ সামসুদ্দোহা, পান্না (২৩ মার্চ ২০১৭)। "মানিকগঞ্জের ট্র্যাজেডি: তেরশ্রী গণহত্যা"। চ্যানেল আই অনলাইন। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৭।