তেনেরিফে
তেনেরিফে (স্পেনীয়: Tenerife) হল সাতটি ক্যানারি দ্বীপপুঞ্জের বৃহত্তম এবং সবচেয়ে জনবহুল দ্বীপ।[১]আটলান্টিক মহাসাগর একটি দ্বীপ অন্তর্গত হয় কানারি দ্বীপপুঞ্জ, স্পেন। এটি ৮৯৮.৬৮০ জন বাসিন্দারা এর একটি জনসংখ্যা স্পেন সবচেয়ে জনবহুল দ্বীপ এবং ক্যানারি দ্বীপপুঞ্জ সর্ববৃহৎ দ্বীপ আছে। রাজধানী সান্টা ক্রুজ দে তেনেরিফে হয়।
তেনেরিফে | |
---|---|
দ্বীপ | |
![]() এল তেইদে, তেনেরিফে। | |
মানচিত্রে তেনেরিফের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৮°১৬′৭″ উত্তর ১৬°৩৬′২০″ পশ্চিম / ২৮.২৬৮৬১° উত্তর ১৬.৬০৫৫৬° পশ্চিম | |
দেশ | ![]() |
স্বায়ত্বশাসিত কমিউনিটি | ![]() |
প্রদেশ | সান্তা ক্রুজ দে তেনেরিফে |
রাজধানী ও বৃহত্তম শহর | সান্টা ক্রুজ দে তেনেরিফে (Pop. ২২১,৯৫৬) |
আয়তন | |
• মোট | ২,০৩৪ বর্গকিমি (৭৮৫ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১২) | |
• মোট | ৯,০৮,৫৫৫ |
• জনঘনত্ব | ৪৪২/বর্গকিমি (১,১৪০/বর্গমাইল) |
• Ethnicities | স্প্যানিশ অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠী |
সময় অঞ্চল | ইউটিসি (ইউটিসি০) |
• গ্রীষ্মকালীন (দিসস) | ইউটিসি+১ (ইউটিসি+১) |
সর্বোচ্চ বিন্দু | তেইদে (৩,৭১৮ মিটার (১২,১৯৮ ফু)) |
ওয়েবসাইট | www.tenerife.es |
দ্বীপে তেইদে জাতীয় উদ্যান যেখানে তেইদে, এর কেন্দ্রে স্পেনের সর্বোচ্চ পর্বত তেইদে পর্বত (৩,৭১৮ মি.) অবস্থিত। হয় এটি আটলান্টিক মহাসাগরের সর্বোচ্চ পর্বত এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম আগ্নেয়গিরি।
ভূপ্রকৃতি ও কৃষিসম্পাদনা
তেনেরিফে কিছু গ্রাম আছে প্রায় ২০০০ মিটার পাহাড়ের ওপরে। সামান্য কিছু সমতল রয়েছে সেখানে আর চারিদিক ঘেরা পাহাড়ে। পাহাড়ের গ্রামগুলোতে যাবার রাস্তা খুব ভয়ঙ্কর। সমতলে তাপ মাত্রা ডিসেম্বর মাসে ও ২৪/২৫ ডিগ্রি থাকে তাই পাহাড়ে মেঘের স্তরে ঠান্ডা আবহাওয়া থাকার জন্য মানুষ পাহাড়কে বেছে নিয়েছে বসবাস ও চাষাবাদের জন্য। পাহাড় কেটে চাষ হচ্ছে কমলা, কলা টমেটো আরো অন্যান্ন সব্জি। প্রায় সব বাগানেই প্রাচীর ও উপরে চট দিয়ে ঘেরা হয় সুর্যের আলো ও পাখি থেকে রক্ষা করার জন্য।
গ্যালারিসম্পাদনা
তাইদে এবং রোকুয়ে চিনচাদো
ভাল্লে দে লা ওরোতাভা
(বার্নার্ড রোমাইন) দ্বারা জেলেদের জাদুঘর
বিশিষ্ট ব্যক্তিত্বসম্পাদনা
- পেড্রো দে বেটানকোর্ট (১৬২৬ - ১৬৬৭). ছিলেন একজন সন্ত এবং ধর্মপ্রচারক ছিল।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Instituto Nacional de Estadística. (National Statistics Institute)"। Ine.es। ২০১৮-১২-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৯-১৯।
বহিঃসংযোগসম্পাদনা
উইকিমিডিয়া কমন্সে তেনেরিফে সংক্রান্ত মিডিয়া রয়েছে। |