তৃতীয় মুহাম্মদ
উসমানীয় সাম্রাজ্যের সুলতান
তৃতীয় মুহাম্মদ বা তৃতীয় মেহমেদ (উসমানীয় তুর্কি: محمد ثالث, Meḥmed-i sālis; তুর্কি: III. Mehmet; ২৬ মে ১৫৬৬-২২ ডিসেম্বর ১৬০৩[১]) ছিলেন উসমানীয় সাম্রাজ্যের ১৩ তম সুলতান।১৫৯৫ সাল থেকে ১৬০৩ সালে মৃত্যু পর্যন্ত তিনি সুলতান ছিলেন। পিতার মৃত্যুর পর সিংহাসনে বসে তিনি একসাথে নিজের ১৯ ভাইকে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড দেন। তিনি নিজের বড় ছেলে শাহজাদা মাহমুদকেও ফাঁসি দিয়েছিলেন। এসব নৃশংসতার কারণে তিনি ইতিহাসে চরম কুখ্যাত।
তৃতীয় মুহাম্মদ محمد ثالث | |||||
---|---|---|---|---|---|
উসমানীয় সুলতান কায়সার ই রোম খাদিমুল হারামাইনিশ শরিফাইন উসমানীয় খলিফা এগের-বিজেতা গাজি বে আল্প ই-সালিস | |||||
![]() | |||||
১৩তম উসমানীয় সুলতান (বাদশাহ) | |||||
রাজত্ব | ১৫ জানুয়ারি ১৫৯৫-২২ ডিসেম্বর ১৬০৩ | ||||
পূর্বসূরি | তৃতীয় মুরাদ | ||||
উত্তরসূরি | প্রথম আহমেদ | ||||
জন্ম | ২৬ মে ১৫৬৬ মানিসা প্রাসাদ, মানিসা, উসমানীয় সাম্রাজ্য | ||||
মৃত্যু | ২২ ডিসেম্বর ১৬০৩ তোপকাপি প্রাসাদ , ইস্তাম্বুল , উসমানীয় সাম্রাজ্য | (বয়স ৩৭)||||
সমাধি | |||||
দাম্পত্য সঙ্গী | হানদান সুলতান হালিমা সুলতান অপর এক সঙ্গী | ||||
বংশধর | শাহজাদা মাহমুদ প্রথম আহমেদ প্রথম মুস্তাফা দিলরুবা সুলতান | ||||
| |||||
রাজবংশ | উসমানীয় রাজবংশ | ||||
পিতা | তৃতীয় মুরাদ | ||||
মাতা | সাফিয়া সুলতান | ||||
ধর্ম | সুন্নী ইসলাম | ||||
তুঘরা |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Mehmed III | Reign, Succession & Legacy | Britannica"। www.britannica.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০৩-০৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- উইকিমিডিয়া কমন্সে তৃতীয় মুহাম্মদ সম্পর্কিত মিডিয়া দেখুন।
তৃতীয় মুহাম্মদ জন্ম: May 26, 1566 মৃত্যু: December 22, 1603[aged 37]
| ||
শাসনতান্ত্রিক খেতাব | ||
---|---|---|
পূর্বসূরী Murad III |
Sultan of the Ottoman Empire January 15, 1595 – December 22, 1603 |
উত্তরসূরী Ahmed I |
সুন্নি ইসলাম পদবীসমূহ | ||
পূর্বসূরী Murad III |
Caliph of the Ottoman Caliphate January 15, 1595 – December 22, 1603 |
উত্তরসূরী Ahmed I |