তৃতীয় দারিয়ুস

আকামেনিদ সাম্রাজ্যের শেষ রাজা

তৃতীয় দারিয়ুস বা কডোমানাস্‌ (খ্রিস্টপূর্ব ৩৮০- খ্রিস্টপূর্ব ৩৩০) পারস্যের অ্যাকামেনিড সাম্রাজ্যের শেষ সম্রাট।তিনি পারস্য ইতিহাসের সফল শাসক। তিনি আলেকজান্ডারের কাছে পরাজিত হলে পারস্য সাম্রাজ্যের পতন ঘটে। যুদ্ধে পরাজিত দারিয়ুস পালিয়ে যাবার সময় আততায়ীর হাতে নিহত হন।ওকে ওর নিজের উত্তরসূরি তেই মেরে ছিল।

Darius III mosaic.jpg