তুশা শিন্নি

বাংলাদেশের মিষ্টি জাতীয় খাবার(সিলেট)

তুশা শিন্নি (সিলেটি: ꠔꠥꠡꠣ ꠡꠤꠘ꠆ꠘꠤ) হচ্ছে একপ্রকার ময়দার হালুয়া যা বাংলাদেশের সিলেট অঞ্চলের একটি জনপ্রিয় খাবার।[২] সিলেটি রন্ধনশৈলীর এই খাদ্যটি সামান্য মশলাযুক্ত, নরম এবং মিষ্টি স্বাদের।[১] এটি একটি ঐতিহ্যবাহী খাবার যা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে বহুল প্রচলিত।[৩]

তুশা শিন্নি
উৎপত্তিস্থল বাংলাদেশ
অঞ্চল বা রাজ্যসিলেট
প্রধান উপকরণময়দা, চিনি, তেল+ঘি, পানি, দারুচিনি , এলাচ, কিশমিশ এবং তেজপাতা[১]

উপকরণ সম্পাদনা

ময়দা, চিনি, তেলঘি, এলাচ পরিমানতো, তেজপাতা, বাদাম কুচি, কিশমিশ, দারুচিনি এবং পানি[২]

রন্ধন প্রণালী সম্পাদনা

প্রথমে একটি পাত্রে গরম পানিতে তেজপাতা, দারুচিনি, এলাচি দিয়ে ফুটিয়ে তাতে চিনি ঢেলে তৈরি করতে হয় সুগন্ধি সিরা।[১] তবে চিনির এ সিরা পাতলা হওয়াই শ্রেয়।[২] তারপর ময়দা ঘিয়ে ভেজে চিনির সিরা ঢেলে অল্প আঁচে বারংবার নাড়তেচাড়তে হয় যতক্ষণ না তুশা উজ্জ্বল বাদামী বর্ণ ধারণ করছে। তবে সতর্ক থাকতে হবে মিশ্রণটি যাতে পুড়ে না যায়, না হলে তেঁতো স্বাদ হয়ে যাবে।[১] কিছুক্ষণের মধ্যে ময়দা চিনির সিরা শুষে নেবে।[৪] অতঃপর তাপ কমিয়ে মেশাতে হয় কিশমিশ, বাদাম ইত্যাদি।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Tusha shinni" (ইংরেজি ভাষায়)। বিবিসি। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৯ 
  2. "tusha shinni" (ইংরেজি ভাষায়)। খাদিযা'স কিচেন। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৯ 
  3. "সুন্দরী শ্রীভূমি"। ১৯ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৯ 
  4. "তোষা সিন্নি বা ময়দার হালুয়া"ntvbd.com। ২৪ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৯