তুমি আসবে বলে (টেলিভিশন ধারাবাহিক)

টেলিভিশন ধারাবাহিক

তুমি আসবে বলে ভারতের একটি বাংলা ভাষার টেলিভিশন ধারাবাহিক নাটক। যেটি সোম থেকে শনি ভারতের সময় অনুযায়ী সন্ধ্যা ৭টায় সম্প্রচার করা হত। গতানুগতিক পারিবারিক নাট্যধারার বাইরে কিছুটা ভিন্নধারার গল্পের কারণে স্টার জলসার 'তুমি আসবে বলে' দর্শকহৃদয়ে আলাদা জায়গা করে নেয়। নচিকেতার বিখ্যাত একটি গানের লাইন 'তুমি আসবে বলে' থেকে নাটকটির নামকরণ করা হয়েছে।

তুমি আসবে বলে
তুমি আসবে বলে
ধরনরোমান্টিক গল্প
লেখকপ্রমিতা ভট্টাচার্য
পরিচালকজয়দ্বীপ মুর্খাজী
মূল দেশভারত
মূল ভাষাবাংলা
নির্মাণ
ব্যাপ্তিকাল২২ মিনিট
মুক্তি
মূল নেটওয়ার্কস্টার জলসা
মূল মুক্তির তারিখ৩০ জুন ২০১৪ (2014-06-30) থেকে ২৩শে নভেম্বর, ২০১৬
ক্রমধারা
পূর্ববর্তীবধূ কোন আলো লাগল চোখে
পরবর্তীমহানায়ক

কাহিনী সংক্ষেপ

সম্পাদনা

রাহুল ও নন্দিনী একই কলেজে পড়ত। রাহুল নন্দিনীর সিনিয়র ছিল। রাহুল নন্দিনীকে ভালোবাসত। কিন্তু নন্দিনী তাকে ভালোবাসত না। একসময় নন্দিনীর বিয়ে হয়ে যায়। নন্দিনীর মেয়ে হয়। তারপর হঠাৎ এক গাড়ি দুর্ঘটনায় নন্দিনীর স্বামী মারা যায়। রাহুল নন্দিনীর মেয়েকে খুব ভালবাসত। নন্দিনীর মেয়ের ভালোবাসার টানে সে নন্দিনী কে বিয়ে করে। এভাবে কাহিনির সূত্রপাত হয়। এরপর,রাহুলের সৎমা রূপাঞ্জনার সাথে নন্দিনীর লড়াই শুরু হয়। নিজের স্বার্থের জন্য এই নারী কতটা জঘন্য, হিংস্র হতে পারে সেটা রূপাঞ্জনার নানা কর্মকাণ্ডে প্রকাশ পেলেও রাহুল মায়ের প্রতি অন্ধ ভালোবাসার কারণে তা উপলব্ধি করতে পারে না। নন্দিনী শাশুড়ি রূপাঞ্জনার সর্বনাশী ষড়যন্ত্র থেকে স্বামী রাহুল এবং কন্যা ঝুমঝুমিকে রক্ষা করতে তৎপর হয়। প্রতিকূল পরিবেশ পরিস্থিতির মোকাবেলা করতে গিয়ে দিশেহারা হয়ে পড়ে। তবুও নন্দিনী দমে যায় না, পরিবারের স্বার্থে সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে চ্যালেঞ্জিং মনোভাব নিয়ে এগিয়ে যায়। এত কিছুর পরও স্বামী রাহুলের প্রতি তার ভালোবাসার প্রকাশ আগের মতোই অটুট। পারিবারিক জীবনের নানা ঘটনা ও সম্পর্কের বিচিত্র টানাপোড়েনের বিষয়গুলো চমৎকারভাবে ফুটে উঠছে দর্শকপ্রিয় বাংলা টিভি ধারাবাহিকটিতে।[]

অভিনয়ে

সম্পাদনা
  • রাহুল দেবরায় চরিত্রে রাহুল ব্যানার্জী (অভিনেতা)
  • নন্দিনী দেবরায় চরিত্রে সন্দীপ্তা সেন
  • রুপাঞ্জনা দেবরায় চরিত্রে রূপাঞ্জনা মৈত্র
  • সিঞ্জিনি দেবরায় / ঝুমঝুমি চরিত্রে রগ্নিতা
  • অঞ্জন সরকার চরিত্রে সাগনিক চ্যাটার্জী
  • জয়শ্রী সরকার চরিত্রে জয়শ্রী মুখার্জী কাল
  • রনিত দেবরায় চরিত্রে সুদীপ সরকার
  • দিশা দেবরায় চরিত্রে দিশা গাঙ্গুলী / ত্বরিতা চ্যাটার্জী
  • মুনমুন চরিত্রে সুচন্দ্রা ব্যানার্জী
  • রিয়া মজুমদার চরিত্রে প্রিয়াঙ্কা ভট্টাচার্য
  • অভিনন্দন মজুমদার চরিত্রে অর্ণব চৌধুরী
  • সৌম্য দেবরায় চরিত্রে অনিন্দ্য সরকার
  • কলোনেল সেন চরিত্রে ফাল্গুনী চ্যাটার্জী
  • মিষ্টি / রঙ্গ / সীমা চরিত্রে শাওন দে
  • পিয়ালি মজুমদার চরিত্রে রঞ্জিনী চ্যাটার্জী
  • নিখিলেশ মজুমদার চরিত্রে সপ্তর্ষী রায়
  • সন্দীপ চরিত্রে সিদ্ধার্থ ব্যানার্জী
  • ড. প্রবুদ্ধ চক্রবর্তী চরিত্রে অনিমেষ ভাদুড়ী
  • রোহিনী চরিত্রে প্রীতি বিশ্বাস
  • সরোজিনী চরিত্রে অনিন্দিতা ভট্টাচার্য
  • রুমি চরিত্রে মেঘনা মুখার্জী
  • লিপি চরিত্রে অন্তরা মিত্র
  • দেবমাল্য চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য
  • ড.ভিভান চক্রবর্তী চরিত্রে হানি বাফনা

প্রতিক্রিয়া

সম্পাদনা

'তুমি আসবে বলে' ধারাবাহিকে নন্দিনী এবং রাহুল চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে সন্দীপ্তা সেন ও রাহুল ব্যানার্জি। নন্দিনী চরিত্রে সন্দীপ্তার হৃদয়ছোঁয়া অভিনয় ধারাবাহিক নাটকটি জনপ্রিয়তা পায়। রাহুল চরিত্রে ছোট পর্দা এবং বড় পর্দার তুখোড় অভিনেতা রাহুল ব্যানার্জির অভিনয় নাটকটিকে সমৃদ্ধ করেছে। 'তুমি আসবে বলে' ধারাবাহিক নাটকের জন্য সন্দীপ্তা এবং রাহুল অনেক পুরস্কার পেয়েছেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "এক নারীর পারিবারিক লড়াই | আনন্দ বিনোদন | The Daily Ittefaq"archive1.ittefaq.com.bd। ২০১৯-০১-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০৪ 
  2. "লোভ-লালসার এপিঠ-ওপিঠ"সমকাল (ইংরেজি ভাষায়)। ২০১৮-১১-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০৪