তুফায়েল ইবনে আল-হারিস

তুফায়েল ইবনে আল-হারিস ছিলেন ইসলামের নবী মুহাম্মদের একজন সাহাবা এবং খলিফা আবু বকরের সৎ পুত্র।

জীবনী সম্পাদনা

তিনি ছিলেন আল-হারিস ইবনে সাখবারার পুত্র, যিনি আজদ গোত্রের ছিলেন এবং তার মাতা উম্মে রুমান বিনতে উমায়ের কিনানা গোষ্ঠীর আল-হারিস গোত্রের ছিলেন।[১][২]

পরিবারটি মক্কায় চলে আসার পর সেখানে তাদের পিতা তখন আবু বকরের মিত্র হয়ে ওঠেন। এর পরপরই আল-হারিস মারা যান, যার ফলে তুফায়েল ও তার বিধবা মা সম্পূর্ণরূপে আবু বকরের উপর নির্ভরশীল হয়ে পড়েন। আবু বকর উম্মে রুমানকে ৬০১ সালে বিয়ে করেন।[১]

তুফায়েল ছিলেন ক্রীতদাস আমির ইবনে ফুহায়রার মালিক, যাকে তিনি পরে তার সৎ বাবার কাছে বিক্রি করে দেন।[৩]

৬২২ সালে তাদের মা মদীনায় হিজরত করলে তুফায়েল ও তার ভাই আব্দুল রহমান মক্কায় অবস্থান করেন।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Muhammad ibn Saad. Kitab al-Tabaqat al-Kabir vol. 8. Translated by Bewley, A. (2013). The Women of Madina, p. 193. London: Ta-Ha Publishers.
  2. Muhammad ibn Jarir al-Tabari. Kitab al-Rusul wa'l-Muluk. Translated by Landau-Tasseron, E. (1998). Volume 39: Biographies of the Prophet's Companions and Their Successors, pp. 171-172. Albany: State University of New York Press.
  3. Muhammad ibn Saad. Kitab al-Tabaqat al-Kabir vol. 3. Translated by Bewley, A. (2013). The Companions of Badr, p. 176. London: Ta-Ha Publishers.