তারিখুল খুলাফা

বইটি আল - সুয়াতি লিখেছেন

তারিখুল খুলাফা ( আরবি : تاریخ الخلاء - ইংরেজি : Tarikh Al-Khulafa) হল আল্লামা ইমাম জালালুদ্দিন সুয়ুতি (রহমাতুল্লাহি আলাইহি)র রচিত একটি বই । তারিখুল খুলাফা কথাটির অর্থ হল 'খলিফাদের ইতিহাস' । এখানে 'খলিফা' বলতে ইসলামি সভ্যতার তথা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামার নবুওয়াতের পরবর্তী সোপান খুলাফায়ে রাশেদিন থেকে শুরু করে পর্যায়ক্রমে ইসলামের খলিফাদের জীবন ও তাদের স্বীয় শাসনামলের ঘটনা সমুহ এই বইটিতে লিপিবদ্ধ করা হয়েছে । সহজ ও সাবলীল বর্ণনায় উল্লেখযোগ্য বিষয়গুলোর সার-সংক্ষেপ এতে তুলে ধরা হয়েছে ।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. তারিখুল খুলাফা (বাংলা অনুবাদ) - জালালুদ্দিন সুয়ুতি