তারমাশিরিন
তরমাশিরিন খান (রাজত্বকাল: ১৩৩৩ খ্রিস্টাব্দ - ১৩৩৪ খ্রিস্টাব্দ) দুওয়া তৈমুরের পরবর্তী চাগতাই খানাতের খান ছিলেন।
তারমাশিরিন | |
---|---|
চাগতাই খানাতের খান | |
রাজত্ব | ১৩৩১–১৩৩৪ |
পূর্বসূরি | দুয়া তৈমুর |
উত্তরসূরি | বুজান |
জন্ম | unknown |
মৃত্যু | ১৩৩৪ |
ধর্ম | ইসলাম |
জীবনীসম্পাদনা
তারমাশিরিন সিংহাসনে বসার আগে ১৩২৭ সালে ভারতীয় উপমহাদেশে তার অভিযানের জন্য বিখ্যাত। সেই অভিযানে ব্যর্থ হয়ে ইলখানাতে আক্রমণ করেছিলেন।
তিনি ইসলাম গ্রহণের ছাগাতাই খানতে অন্যতম উল্লেখযোগ্য শাসক ছিলেন। তিনি মুসলিম হওয়ার পরে আলা-আদ-দ্বীন নামটি গ্রহণ করেছিলেন। তার ইসলাম ধর্ম গ্রহণ মঙ্গোল অভিজাতরা ভাল ভাবে গ্রহণ করে নি। তারা ছিল কট্টর টেংগ্রিস্ট এবং বৌদ্ধ। তিনি ইউয়ান রাজবংশের আদালতে শ্রদ্ধা সহ একটি চিঠি পাঠান। যেহেতু তারমারশিরিন ট্রান্সক্সিয়ানা শহরে বাস করতে পছন্দ করতেন, তাকে ঐতিহ্যবাহী মঙ্গোল আচরণবিধি, ইয়াশা পরিত্যাগ করার অভিযোগে অভিযুক্ত করা হয় এবং দলের বার্ষিক কুরুলতাইতে ক্ষমতাচ্যুত করা হয়। তিনি পূর্ব চাগতাই রাজকুমারদের দ্বারা পরে সমরকন্দের কাছাকাছি স্থানে হবে হত্যা করা হয়।
মুসলিম সূত্রগুলো সবসময় তারমাশিরিনকে খুব অনুকূল হিসেবে তুলে ধরেছে। কারণ তার সেমিনাল প্রচেষ্টার কারণে ইসলামকে এশিয়ার অভ্যন্তরে আনা হয়েছে। বিখ্যাত মুসলিম ভ্রমণকারী ও লেখক ইবনে বতুতা তারমাশিরিনের রাজ্য ভ্রমণ করেছিলেন।[১]
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ Battutah, Ibn (২০০২)। The Travels of Ibn Battutah। Picador। পৃষ্ঠা 141–143। আইএসবিএন 9780330418799।
- Biran, M. (২০০২)। "The Chaghadaids and Islam: The Conversion of Tarmashirin Khan (1331-34)": 742। জেস্টোর 3217613। ডিওআই:10.2307/3217613।
পূর্বসূরী দুয়া তৈমুর |
চাগতাই খানাতের খান ১৩৩১–১৩৩৪ |
উত্তরসূরী বুজান |