তায়াবুন নিশা

ভারতীয় অ্যাথলেট

তায়াবুন নিশা (অসমীয়া: তয়াবুন নিছা) হলেন একজন ভারতীয় প্রাক্তন ক্রীড়াবিদ। তিনি ১৯৭৪ সালে জয়পুরে ডিসকাস থ্রোতে ২৯.৩২ মিটার দূরত্বে ডিসকাস ছুঁড়ে ১২ বছরের পুরনো একটি জাতীয় রেকর্ড ভেঙ্গে সকলের সামনে আসেন।[১] এছাড়া বেশ কয়েকটি আন্তর্জাতিক ইভেন্টে দেশের প্রতিনিধিত্ব করার সময় তাঁর পারদর্শিতার জন্য তিনি পরিচিত হন। তিনি ভারতের আসাম রাজ্যের শিবসাগর জেলার ধিয়ালিতে জন্মগ্রহণ করেন।[২]

তায়াবুন নিশা
ব্যক্তিগত তথ্য
স্থানীয় নামতয়াবুন নিছা
জাতীয়তাভারতীয়
নাগরিকত্বভারতীয়
জন্মশিবসাগর জেলা, আসাম, ভারত
ক্রীড়া
ক্রীড়াক্রীড়াবিদ, ডিসকাস থ্রো
মাঠে অবস্থান১৯৭৪ সালে জাতীয় রেকর্ডধারী
বিভাগএশিয়ান গেমস, ১৯৮২
প্রাক্তন
ক্রীড়া সঙ্গী
আসাম অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি

অষ্টম শ্রেণির ছাত্রী থাকা অবস্থায় তিনি নিজের বাবা-মাকে হারিয়েছিলেন। এছাড়াও, একটি রক্ষণশীল পরিবারের অন্তর্গত হওয়ায় খেলাধুলায় অংশ নিতে গিয়ে তাঁকে প্রথম দিকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল। কিন্তু এই বাধাগুলো তাঁকে লক্ষ্য অর্জনে আটকে রাখতে পারেনি। তিনি ১৯৭০-এর দশকে ২৫০ টাকা বেতনে রেলওয়েতে একটি চাকরি পেতে সক্ষম হন।[১] ১৯৭১ সালে তিনি ৯ম আন্তঃরাজ্য অ্যাথলেটিক মিটে অংশ নেন এবং আহমেদাবাদে আত্মপ্রকাশ করেন। তিনি এই টুর্নামেন্টে একটি ব্রোঞ্জ পদক জেতেন এবং জাতীয় চ্যাম্পিয়নশিপে পদক জিতে নিজের রাজ্য আসাম থেকে প্রথম মহিলা ক্রীড়াবিদ হয়ে খেলাধুলায় ইতিহাস সৃষ্টি করেন।[৩]

১৯৭৪ সালে জয়পুরে ডিসকাস থ্রোতে তিনি ১২ বছরের পুরনো জাতীয় রেকর্ড ভেঙেছিলেন। তিনি টুর্নামেন্টে ২৯.৩২ মিটার দূরত্ব নিয়ে একটি থ্রো করেছিলেন। তিনি নতুন দিল্লিতে ১৯৮২ এশিয়ান গেমসেও অংশ নিয়েছিলেন, কিন্তু পদক পান নি। বর্তমানে, তিনি দরিদ্র পরিবারের মেয়েদের জন্য একটি স্পোর্টস একাডেমি এবং হোস্টেল স্থাপনের পরিকল্পনা করছেন। তিনি আসাম অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদকও ছিলেন।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Tayabun Nisha, first woman athlete from Assam to win a national medal"। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২৩ 
  2. "First woman from Assam to win medals"। Twocircles.net। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৫ 
  3. "A force of inspiration"The Sentinel। ৩০ জুন ২০১৪। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৫ 
  4. "Assam Athletics Association vice-president Tayabun Nisha"The Telegraph। ৮ আগস্ট ২০০৭। ২২ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৫