তাফসির ইবনে কাসির

আল্লামা ইবনে কাছীর কর্তৃক আল-কোরআনের ব্যাখ্যামূলক গ্রন্থ হিসেবে লিখিত তাফসির-এ-আল-কোরআন আল-আযীম গ্রন্থটিই মুসলিম বিশ্বে সংক্ষেপে তাফসির-এ-ইবন কাছীর নামে পরিচিত। এই গ্রন্থটি সুন্নি মুসলমানদের নিকট বিশেষভাবে সমাদৃত তাফসির গ্রন্থ।

তাফসির ইবনে কাসির
লেখকইবনে কাছীর ابن كثير.png
ভাষাআরবি
ধরনতাফসির
তাফসির ইবনে কাসিরের একটি আরবি পাণ্ডুলিপি থেকে একটি পৃষ্ঠা

ইবন কাছীরের এই গ্রন্থটি আল-তাবারীহ কর্তৃক লিখিত "তাফসির-এ-আল তাবারীহ" গ্রন্থটির সারসংক্ষেপ বলে ধারণা করা হয়। এই গ্রন্থটিতে আল-কোরআনের প্রতিটি সূরার ব্যাখ্যা ও বর্ণনায় হাদীস থেকে উদ্ধৃতি ব্যবহার করা হয়েছে বলে সাধারনের নিকট এর গ্রহণযোগ্যতা অধিক।

অনুবাদসম্পাদনা

বর্তমানে এই তাফসির গ্রন্থটি ৭৪টি ভাষায় অনুবাদ করা হয়েছে; যার মধ্যে বাংলা, ইংরেজি, উর্দু, হিন্দি প্রধান। বাংলায় এই গ্রন্থটি বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত হয়েছে, যেটির অনুবাদ করেছেন বাংলাদেশের অধ্যাপক আখতার ফারূক।[১]

গ্রন্থ পরিচিতিসম্পাদনা

মানকূলাত বা রিওয়ায়েতভিত্তিক তাফসীরগুলোর মধ্যে এই গ্রন্থটিকেই সবচেয়ে নির্ভরযোগ্য বলে গণ্য করা হয়। এর মূল গ্রন্থটি চার খণ্ডে বিভক্ত এবং প্রতিটি খণ্ডের পৃষ্ঠা সংখ্যা ছয়'শয়ের বেশি।[১]

তথ্যসূত্রসম্পাদনা

  1. ফারূক, আখতার (১৯৯২)। তাফসিরে ইবনে কাছীর - প্রথম খন্ড। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।