তাপস বৈশ্য

বাংলাদেশী ক্রিকেটার

তাপস কুমার বৈশ্য (জন্ম: ২৫ ডিসেম্বর, ১৯৮২) সিলেট জেলায় জন্মগ্রহণকারী বাংলাদেশের একজন ক্রিকেটার। তিনি তার সময়কালের অন্যতম সেরা পেস বোলার ছিলেন। টেস্ট ক্রিকেটে তাপস বৈশ্য ৩৬ উইকেট লাভ করেছেন যদিও এই উইকেট প্রাপ্তিতে তাকে গড়ে প্রায় ৬০ রান করে দিতে হয়েছে। মাশরাফি বিন মর্তুজা, শাহাদাত হোসেনের ন্যায় বাংলাদেশী ফাস্ট বোলারদের কাছাকাছি তার অবস্থান। তার সেরা বোলিং বিশ্লেষণ হচ্ছে ৭২ রানের বিনিময়ে ৪ উইকেট লাভ। ২০০২-০৩ মৌসুমে বাংলাদেশ ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি এ কৃতিত্ব দেখিয়েছিলেন। ব্যাটিংয়েও তার দুইবার অর্ধ-শতক রানের ইনিংস রয়েছে।

তাপস বৈশ্য
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
তাপস কুমার বৈশ্য
ব্যাটিংয়ের ধরনডানহাতি ব্যাটসম্যান
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট-মিডিয়াম
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক২৮ জুলাই ২০০২ বনাম শ্রীলঙ্কা
শেষ টেস্ট৩ জুন ২০০৫ বনাম ইংল্যান্ড
ওডিআই অভিষেক৪ আগস্ট ২০০২ বনাম শ্রীলঙ্কা
শেষ ওডিআই৩১ মার্চ ২০০৭ বনাম অস্ট্রেলিয়া
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০০/১–বর্তমানসিলেট বিভাগ
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই
ম্যাচ সংখ্যা ২১ ৫৬
রানের সংখ্যা ৩৮৪ ৩৩৬
ব্যাটিং গড় ১১.২৯ ১২.০০
১০০/৫০ -/২ -/-
সর্বোচ্চ রান ৬৬ ৩৫*
বল করেছে ৩৩৭৬ ২৬০৮
উইকেট ৩৬ ৫৯
বোলিং গড় ৫৯.৩৬ ৪১.৫৫
ইনিংসে ৫ উইকেট - -
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং ৪/৭২ ৪/১৬
ক্যাচ/স্ট্যাম্পিং ৬/- ৮/-
উৎস: ক্রিকইনফো, ১২ ডিসেম্বর, ২০১২

বহিঃসংযোগ

সম্পাদনা