তানভীর আফজাল
হংকংয়ের ক্রিকেটার
(তানভির আফজাল থেকে পুনর্নির্দেশিত)
তানভীর আফজাল (জন্ম: ১২ জুন, ১৯৮৮) পাকিস্তানের গুজরাতে জন্মগ্রহণকারী হংকংয়ের আন্তর্জাতিক ক্রিকেটার। হংকং ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। বর্তমানে তিনি হংকং দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলছেন।
ব্যক্তিগত তথ্য | |
---|---|
পূর্ণ নাম | তানভীর আফজাল |
জন্ম | গুজরাত, পাঞ্জাব, পাকিস্তান | ১২ জুন ১৯৮৮
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি |
বোলিংয়ের ধরন | ডানহাতি লেগ ব্রেক |
ভূমিকা | অলরাউন্ডার |
আন্তর্জাতিক তথ্য | |
জাতীয় দল |
|
ওডিআই অভিষেক (ক্যাপ ২৬) | ১ মে ২০১৪ বনাম আফগানিস্তান |
শেষ ওডিআই | ১৮ সেপ্টেম্বর ২০১৮ বনাম ভারত |
টি২০আই অভিষেক (ক্যাপ ১০) | ১৬ মার্চ ২০১৪ বনাম নেপাল |
শেষ টি২০আই | ৫ সেপ্টেম্বর ২০১৬ বনাম আয়ারল্যান্ড |
উৎস: ক্রিকইনফো, ২১ মার্চ, ২০১৪ |
খেলোয়াড়ী জীবন
সম্পাদনা২০১৪ সালের আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতায় হংকংয়ের পক্ষে খেলেন।[১] ১ মে, ২০১৪ তারিখে এসিসি প্রিমিয়ার লীগে আফগানিস্তানের বিপক্ষে তার একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে।[২] ২০১৫ সালের আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ বাছাইপর্ব প্রতিযোগিতায় হংকং দলের অধিনায়কের দায়িত্ব পান। সাবেক অধিনায়ক জেমস অ্যাটকিনসন এ দায়িত্ব অব্যাহতি নেবার পর মে, ২০১৫ সাল থেকে এ দায়িত্বে রয়েছেন।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Tanwir Afzal"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১৪।
- ↑ "Asian Cricket Council Premier League, 2014"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৪।
- ↑ "Afzal to lead Hong Kong in World T20 Qualifier"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৫।