তাওয়াসসুল একটি আরবি শব্দ যা আরবি ওয়াসিলা, উসিলা বা উসীলা (আরবি: وسيلة-وسل‎‎) নামক ধাতু হতে উদ্ভূত। উসিলা হল একটি উপায় যার মাধ্যমে কোন ব্যক্তি, লক্ষ্য বা উদ্দেশ্যের দিকে অগ্রসর, তা লাভ করা বা অর্জন করা যায়।[১] আরেকটি রচনার একটি সংজ্ঞায় তাওয়াসসুলের সংজ্ঞার আরেকটি সংষ্করণ পাওয়া যায়, যা হল: তাওয়াসসুল একটি আরবি শব্দ যা উসীলা নামক একটি ক্রিয়াবাচক বিশেষ্য হতে এসেছে, যা ইবনে মনসুরের লিসান আল-আরাবেব রচনা অনুসারে অর্থ হয়, "একটি রাজার ঘাঁটি, একটি পদমর্যাদা, বা ভক্তিমুলক কর্মকাণ্ড।"[তথ্যসূত্র প্রয়োজন] অন্য অর্থে, এর দ্বারা রাজা বা শাসকের নিকটবর্তী হওয়ার অনুপাতে ক্ষমতার একটি পদমর্যাদাকে নির্দেশ করে। তাই তাওয়াসসুল বা তাওয়াসসুলানকে হল এসকল কারণে উসীলার ব্যবহার।[১] ধর্মীয় দৃষ্টিকোণে, তাওয়াসসুল হল আল্লাহর কাছে পৌছানোের জন্য বা আল্লাহর সাহায্য লাভের জন্য উসীলাকে ব্যবহার করা।[১]

স্বর্গীয় সাহায্য লাভের উদ্দেশ্যে আধ্যাত্মিক মধ্যস্ততাকারীর কাছে সাহায্যের আবেদন করা। রক্ষণশীল ব্যাখ্যায়, শুধুমাত্র মুহাম্মদ মানুষের পক্ষ হয়ে আল্লাহর কাছে মধ্যস্ততা করতে পারেন, কারণ ইসলাম শেখায় যে, প্রত্যেক বিশ্বাসী ব্যক্তি আল্লাহর কাছে সরাসরি আবেদন জানাতে পারে। সুফিবাদ ও অন্যান্য জনপ্রিয় চর্চায়, সাধু সন্ন্যাসী দরবেশ বা পবিত্র ব্যক্তির নিকট বেশিরভাগ ক্ষেত্রে মধ্যস্ততা চাওয়া হয়। কিছু সংস্কারবাদী আন্দোলন মধ্যস্ততা চাওয়ার বিরোধিতা করে থাকে।

শব্দতত্ত্বসম্পাদনা

তাওয়াসুলের ধারণাসম্পাদনা

কুরআনে তাওয়াসসুলসম্পাদনা

সুন্নি দৃষ্টিকোণসম্পাদনা

ইসলামী আইনবিদদের অভিমতসম্পাদনা

শিয়া দৃষ্টিকোণসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. Julian, Millie (২০০৮)। "Supplicating,Naming,offering:Tawassul in West Java"। Journal of Southeast Asian Studies39 (1): 107–122। ডিওআই:10.1017/S0022463408000052 
  2. "Tawassul - Oxford Islamic Studies Online"www.oxfordislamicstudies.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৯-১০ 
  3. "Intercession - Oxford Islamic Studies Online"www.oxfordislamicstudies.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৮-০৭ 

আরও পড়ুনসম্পাদনা

বহিঃসংযোগসম্পাদনা