তাইবাহ বিশ্ববিদ্যালয়
সৌদি আরবের মদিনায় অবস্থিত বিশ্ববিদ্যালয়
তাইবাহ বিশ্ববিদ্যালয় (আরবি: جامعة طيبة) সৌদি আরবের মদিনায় অবস্থিত একটি বিশ্ববিদ্যালয়, যা ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়। [১] তাইবাহ বিশ্ববিদ্যালয়ে (ছাত্র ও ছাত্রী উভয়) শিক্ষার্থীর সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ২০০৩ সালে, ৭,৭৬১ জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল। আজ[কখন?], ২০,৮১৫ জন শিক্ষার্থী পড়াশোনা করছে।
جامعة طيبة | |
![]() | |
ধরন | পাবলিক |
---|---|
স্থাপিত | ১০ জুলাই ২০০৩ |
সভাপতি | ডঃ. নাওয়াল আল-রশিদ |
অবস্থান | , |
ওয়েবসাইট | www.taibahu.edu.sa |
![]() |
বিশ্ববিদ্যালয়টিতে একটি নিবেদিতপ্রাণ ইসলামি শরিয়া ও আইন কলেজ রয়েছে, পাশাপাশি আরও বেশ কয়েকটি বিভাগ রয়েছে যেখানে ইসলাম অধ্যয়ন এবং আরবি ভাষার কোর্স অফার করা হয়। এছাড়াও, বিশ্ববিদ্যালয়টিতে বেশ কয়েকটি গবেষণা কেন্দ্র এবং ইনস্টিটিউট রয়েছে যা ইসলামি ও সাংস্কৃতিক অধ্যয়নের উপর দৃষ্টি নিবদ্ধ করে।
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Taibah University"। Ministry of Higher Education। ৬ নভেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১০।
বহিঃসংযোগ
সম্পাদনা- তাইবাহ বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)
- তাইবাহ বিশ্ববিদ্যালয় (আরবি ভাষায়)