তহুরা আলী

বাংলাদেশী রাজনীতিবিদ

তহুরা আলী বাংলাদেশের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তিনি বাংলাদেশ আওয়ামীলীগের হয়ে একজন সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।[১]

তহুরা আলী
জাতীয়তাবাংলাদেশী
মাতৃশিক্ষায়তনচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
পেশাঅধ্যাপিকা হাবিবুল্লাহ বাশার বিশ্ববিদ্যালয় কলেজ


রাজনৈতিক ব্যক্তিত্ব
সংসদ সদস্য - (১৯৯৬ - ২০০১)
সংসদ সদস্য জামালপুর - (২০০১ - ২০০৬)
সংসদ সদস্য, সংরক্ষিত মহিলা আসন - ২০০৯


অর্থনৈতিক ব্যবস্থাপনা পরিচালক - সিটিজেন কেবলস লিমিটেড
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
দাম্পত্য সঙ্গীমোহাম্মদ আলী
সন্তানমেহের আফরোজ শাওন
আত্মীয়হুমায়ূন আহমেদ (জামাতা)

প্রাথমিক জীবন সম্পাদনা

তহুরা আলী ১৯৮৭ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে তার স্নাতক এবং মাস্টার্স সম্পন্ন করেন। তিনি সিটিজেন কেবলস লিমিটেড-এর অর্থ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এছারাও তিনি হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ-এর অধ্যাপিকা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।[২]

কর্মজীবন সম্পাদনা

তহুরা আলী নবম জাতীয় সংসদে বাণিজ্য মন্ত্রণালয়ের উপস্থিত কমিটির একজন সদস্য ছিলেন।[৩] তিনি ১৯৯৬ হতে ২০০১ পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর দ্বিতীয় দফা জামালপুর হতে নির্বাচিত হন।[২] ২০০৯ সালে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।[৪]

ব্যক্তিজীবন সম্পাদনা

তহুরা আলীর জীবন সঙ্গী মোহাম্মদ আলী। সন্তান মেহের আফরোজ শাওন একজন অভিনেত্রী এবং গায়িকা।[৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "FINAL LIST OF PARTICIPANTS" (পিডিএফ)unesco.org। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৭ 
  2. "Citizen Cable"citizencable.com। ৭ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৭ 
  3. "Constituency 319"parliament.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৭ 
  4. "45 women MPs-elect sworn in"The Daily Star (ইংরেজি ভাষায়)। ৩০ মার্চ ২০০৯। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৭ 
  5. "Shaon, sons hang out at Nuhash Palli"bdnews24.com। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৭