তরালী শর্মা

ভারতীয় গায়িকা

তরালী শর্মা (ইংরেজি: Tarali Sarma; অসমীয়া: তৰালী শর্মা) ভারতের অসম রাজ্যের একজন কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালিকা। তিনি শাস্ত্রীয় সঙ্গীত ও লোকসঙ্গীতের চর্চা করেন। তরালী শর্মা মঞ্জু বরার আকাশী তরার কথারে নামক অসমীয়া চলচ্চিত্রের কিমতে ভকতি করিব গীত গেয়ে ২০০৩ সনে শ্রেষ্ঠ মহিলা নেপথ্য গায়িকার রাষ্ট্রীয় পুরস্কার লাভ করেছিলেন।[১][২][৩]

তরালী শর্মা
প্রাথমিক তথ্য
জন্ম (1975-08-04) ৪ আগস্ট ১৯৭৫ (বয়স ৪৮)
উদ্ভবঅসম, ভারত
ধরনশাস্ত্রীয় সংগীত, লোক-সংগীত, আধুনিক
পেশাকণ্ঠশিল্পী, সুরকার, সংগীত পরিচালিকা
বাদ্যযন্ত্রকণ্ঠ
লেবেলবিভিন্ন
টেমপ্লেট:Infobox person=embed=yes

ব্যক্তিগত জীবন সম্পাদনা

১৯৭৫ সালের ৪ আগস্ট তারিখে তরালী শর্মার জন্ম হয়েছিল। পিতার নাম প্রভাত শর্মা। তরালী শর্মার পিতা প্রভাত শর্মা একজন বিখ্যাত লোক সংস্কৃতির শিল্পী, বাঁশিবাদক ও সঙ্গীত পরিচালক ছিলেন। তরালী শর্মা বাল্যকাল থেকেই সঙ্গীতময় পরিবেশে লালন পালন হয়েছিলেন। তরালীর কাকা বশিষ্ট দেব শর্মা বরপেটা সত্রের সত্রাধিকার ছিলেন। নিজের প্রেরণার উৎস হিসেবে তরালী শর্মা নিজের পিতা ও কাকাকে বিবেচনা করেন। ১২ বৎসর বয়সে তিনি আকাশবাণী গুয়াহাটি কেন্দ্রে প্রথমবার সঙ্গীত পরিবেশন করেছিলেন। এখান থেকেই তিনি সঙ্গীত জগতে প্রবেশ করেন। ২০০৬ সালের ১ ডিসেম্বরে তিনি জিন্টু শর্মাকে বিবাহ করেন।

শিল্পী জীবন সম্পাদনা

তরালী শর্মা বহুসংখ্যক এলবাম, ছায়াছবি ও ধারাবাহিক নাটকে কণ্ঠদান করেছেন। তিনি কণ্ঠদান করা প্রথম এলবামের নাম অভিমান। তিনি আকাশবাণী গুয়াহাটি কেন্দ্রের নিয়মিত শিল্পী ও ভ্রাম্যমাণ থিয়েটারের প্রথম মহিলা সঙ্গীত পরিচালক। ২০০৭ তিনি উয়ান্ড সংস নামক একটি প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন। এই প্রতিষ্ঠানের প্রথম সম্পাদনা করা এলবামটির নাম ছিল পিস অফ লাইফ।

সংগীতপঞ্জী সম্পাদনা

সঙ্গীত পরিচালনা

  • আকাশীতরার কথারে...
  • লাজ
  • যাত্রা, দা পাসেজ
  • অভিযাত্রী
  • লেটচ্ ডান্স
  • পোহর
  • অরাষ্ঠ অবস্থান

এলবাম, সঙ্গীত পরিচালনা ও কন্ঠদান

  • জীবন আরু সঙ্গীত
  • পার্বতী
  • মা
  • তাল দবা সংখ বাজেও অসংখ্যাত
  • জ্যোতির্গময় লিড মি টু দা লাইট
  • হোয়াটেভার
  • তোমার মরমর কোন
  • অভিসারী প্রিয়া
  • সোনজনী
  • শংকর মাধব
  • স্নেহ
  • পোহর
  • তরালি
  • বরগীত
  • পারবীন সুলটানার গীত
  • মুকলি
  • হেঙুলীয়া

পুরস্কার

  • শ্রেষ্ঠ মহিলা নেপথ্য গায়িকার রাষ্ট্রীয় পুরস্কার
  • শ্রেষ্ঠ মহিলা কন্ঠশিল্পী: বিগ অসমীয়া মিউজিক এয়ার্ড

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Press Information Bureau"pib.nic.in। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৯ 
  2. "Profile of Tarali Sarma, Assamese Indian singer"www.assamspider.com। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৯ 
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৮ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৪