তমা মোনিয়ে

বেলজীয় ফুটবলার
(তমা মুনিয়ের থেকে পুনর্নির্দেশিত)

তমা মোনিয়ে (ফরাসি: Thomas Meunier, ফরাসি উচ্চারণ: ​[tɔ.mɑ mø.nje]; জন্ম: ১২ সেপ্টেম্বর ১৯৯১) হলেন একজন বেলজীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড এবং বেলজিয়াম জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

তমা মোনিয়ে
২০১৯ সালে বেলজিয়ামের হয়ে মোনিয়ে
ব্যক্তিগত তথ্য
জন্ম (1991-09-12) ১২ সেপ্টেম্বর ১৯৯১ (বয়স ৩২)[১]
জন্ম স্থান সাঁত-ওদে, বেলজিয়াম
উচ্চতা ১.৯১ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
বরুসিয়া ডর্টমুন্ড
জার্সি নম্বর ২৪
যুব পর্যায়
১৯৯৬–২০০২ সেন্ট-ওডে
২০০২–২০০৪ গিভ্রি
২০০৪–২০০৬ স্ট্যান্ডার্ড লিয়েজ
২০০৬–২০০৯ ভির্তোঁ
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৯–২০১১ ভির্তোঁ ৪৯ (১৫)
২০১১–২০১৬ ব্রুজ ১৪৯ (১৪)
২০১৬–২০২০ পারি সাঁ-জেরমাঁ ৮৪ (৮)
২০২০– বরুসিয়া ডর্টমুন্ড ৩৮ (৩)
জাতীয় দল
২০০৬ বেলজিয়াম অনূর্ধ্ব-১৫ (০)
২০১১–২০১২ বেলজিয়াম অনূর্ধ্ব-২১ (১)
২০১৩– বেলজিয়াম ৫৬ (৮)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৬:৫৮, ২৯ আগস্ট ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৬:৫৮, ২৯ আগস্ট ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০০৬ সালে, মোনিয়ে বেলজিয়াম অনূর্ধ্ব-১৫ দলের হয়ে বেলজিয়ামের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৩ বছর যাবত বেলজিয়ামের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৩ সালে বেলজিয়ামের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; বেলজিয়ামের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৫৬ ম্যাচে ৮টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

তমা মোনিয়ে ১৯৯১ সালের ১২ই সেপ্টেম্বর তারিখে বেলজিয়ামের সাঁত-ওদেতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল সম্পাদনা

মোনিয়ে বেলজিয়াম অনূর্ধ্ব-১৫ এবং বেলজিয়াম অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে বেলজিয়ামের প্রতিনিধিত্ব করেছেন। ২০০৬ সালে বেলজিয়াম অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। বেলজিয়ামের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৩ বছরে ৮ ম্যাচে অংশগ্রহণ করে ১টি গোল করেছেন।

২০১৩ সালের ১৪ই নভেম্বর তারিখে, ২২ বছর, ২ মাস ও ২ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী মোনিয়ে কলম্বিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বেলজিয়ামের হয়ে অভিষেক করেছেন।[২] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[৩] ম্যাচে তিনি ১৩ নম্বর জার্সি পরিধান করে ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৪] ম্যাচটি কলম্বিয়া ২–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৫] বেলজিয়ামের হয়ে অভিষেকের বছরে মোনিয়ে সর্বমোট ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

ব্যক্তিগত জীবন সম্পাদনা

খেলোয়াড়ী জীবনের প্রথম দিকে, মোনিয়ে স্বয়ংক্রিয় যন্ত্রাংশের একটি কারখানায় কাজ করতেন এবং তার স্কুল সম্পন্ন হওয়ার পর তিনি ডিপ্লোমা গ্রহণ করেন। ফুটবলের বাইরে, তিনি চারু ও কারুশিল্পের একজন ভক্ত।[৬] তার শৈশবে তিনি আন্ডারলেখটের ভক্ত ছিলেন।[৭]

পরিসংখ্যান সম্পাদনা

আন্তর্জাতিক সম্পাদনা

২৯ আগস্ট ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
বেলজিয়াম ২০১৩
২০১৪
২০১৫
২০১৬ ১০
২০১৭
২০১৮ ১৫
২০১৯
২০২০
২০২১ ১০
২০২২
সর্বমোট ৫৬

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Thomas Meunier"। ১৮ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৮ 
  2. https://int.soccerway.com/matches/2013/11/14/world/friendlies/belgium/colombia/1595735/
  3. https://www.worldfootball.net/report/freundschaft-2013-november-belgien-kolumbien/
  4. https://www.transfermarkt.com/spielbericht/index/spielbericht/2379650
  5. https://www.national-football-teams.com/matches/report/9320/Belgium_Colombia.html
  6. "'Dalí is geweldig'" (Dutch ভাষায়)। De Standaard (subscription required)। ২৬ ডিসেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৭ 
  7. "Meunier: 'Ik ben eigenlijk supporter van Anderlecht'" (Dutch ভাষায়)। Nieuwsblad। ২১ জানুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা