তপন চৌধুরী (ব্যবসায়ী)
তপন চৌধুরী একজন বাংলাদেশী ব্যবসায়ী। ১৪ জানুয়ারী ২০০৭ সালে তিনি ফখরুদ্দিন আহমেদের অধীনে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম উপদেষ্টা পদে নিযুক্ত হন।[১] তিনি ৮ জানুয়ারী ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার থেকে পদত্যাগ করেছিলেন। [১]
তপন চৌধুরী | |
---|---|
![]() | |
বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা | |
কাজের মেয়াদ ১৪ জানুয়ারী ২০০৭ – ৮ জানুয়ারী ২০০৮ | |
প্রধানমন্ত্রী | ফখরুদ্দীন আহমদ |
প্রথম জীবনসম্পাদনা
তপন চৌধুরী হলেন স্যামসন এইচ চৌধুরীর পুত্র পাবনার আতাইকুলায় জন্মগ্রহণ করেন।[২]
ব্যবসায়িক কর্মজীবনসম্পাদনা
তপন চৌধুরী স্কয়ার ফার্মাসিউটিক্যাল্স লিমিটেডের এবং স্কয়ার টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। উভয় সংস্থা তাদের নিজ নিজ খাতে বৃহত্তম উদ্যোগের মধ্যে রয়েছে।[২][৩] তপন চৌধুরী মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি ছিলেন। তিনি ইয়াং ম্যান ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন ( ওয়াএমসিএ) এর সভাপতি হিসাবেও যুক্ত ছিলেন এবং বাংলাদেশ ব্যাপটিস্ট ফেলোশিপের ভাইস-প্রেসিডেন্ট ছিলেন। [২]
তপন চৌধুরী বাংলাদেশ এমপ্লয়ার্স এসোসিয়েশন এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্যও ছিলেন।[২] তপন চৌধুরী অন্যান্য পদ স্কয়ার টয়লেটরিজ লিমিটেড, পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেড, কন্টিনেন্টাল হসপিটাল লিমিটেড এবং আরও কয়েকটি সংস্থার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।[২]
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ Four Bangladeshi advisers resign, BBC News, January 8, 2008.
- ↑ ক খ গ ঘ ঙ Detail of Hon'ble adviser, Ministry of Civil Aviation and Tourism, Govt of Bangladesh.
- ↑ Square Pharma attains 17.5 pc sales growth in 2005, The New Nation, Dec 29, 2005.
উইকিমিডিয়া কমন্সে তপন চৌধুরী (ব্যবসায়ী) সংক্রান্ত মিডিয়া রয়েছে। |