তথ্যসূত্র (গবেষণা পত্রিকা)

(তথ্যসূত্র গবেষণাপত্র থেকে পুনর্নির্দেশিত)

বাংলা লিটল ম্যাগাজিন জগতে তথ্যসূত্র গবেষণাপত্র[১] একটি উল্লেখযোগ্য ষান্মাসিক গবেষণাধর্মী বাংলা প্রবন্ধ পত্রিকা। ১৯৯৬ সালে এই গবেষণাপত্রটির আত্মপ্রকাশ। সুদীর্ঘ ২৮ বছর ধরে নিয়মিত এই গবেষণাপত্রটি প্রকাশ হয়। বাংলা সাহিত্যের সেই সব অন্ধকারময় ধুলোমাখা দিক নিয়ে এই পত্রিকার বিষয় ভাবনা। যেখানে সেভাবে গবেষকদের চর্চার আলো পড়েনি বহু বছর অথচ সেইসব বিষয় আজও কতটা প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ। সেই সমস্ত বিষয় গবেষক ও পাঠকদের মনন জগতে উস্কে দেওয়াই যে কোনো গবেষণাপত্রের লক্ষ্য। তথ্যসূত্র সেই কাজ অতি দায়িত্ব সহকারে বছরের পর বছর পালন করে চলেছে।

তথ্যসূত্র গবেষণাপত্র
সম্পাদকসুব্রত রায়চৌধুরী
বিভাগলিটল ম্যাগাজিন
প্রকাশকতথ্যসূত্র
প্রতিষ্ঠাতাসুব্রত রায়চৌধুরী
প্রতিষ্ঠার বছর১৯৯৬; ২৮ বছর আগে (1996)
প্রথম প্রকাশ১৯৯৬; ২৮ বছর আগে (1996)
দেশভারত ভারতবর্ষ
ভিত্তিবাংলা প্রবন্ধ
ভাষাবাংলা
ওয়েবসাইটwww.tatthyasutra.webs.com
আইএসএসএন2278-5922

তথ্যসূত্র[২] একটি ইউ.জি.সি অনুমোদিত ষাণ্মাসিক পত্রিকা। ISSN No : 2278-5922, সম্পাদক সুব্রত রায়চৌধুরী[৩] তথ্যসূত্র গবেষণাপত্রের কয়েকটি উল্লেখযোগ্য সংখ্যা হলো, বাংলা কথাসাহিত্যে মন্বন্তর, সার্ধশতবর্ষে বিপিনচন্দ্র পাল, মতান্তরে মনান্তরে রবীন্দ্রনাথ, বাংলা ও বাঙালি সমাজে পঞ্জিকা, প্রয়াণকথা স্মরণকথা, রবীন্দ্রনাথের মাস্টারমশাই, ঠাকুরবাড়ির বলেন্দ্রনাথ, বাঙালি গীতিকার,[৪] স্বাধীনতাপূর্ব বাঙালির কারাবাসের কথা ইত্যাদি।[৫]

সামাজিক কর্ম সম্পাদনা

তথ্যসূত্র গবেষণাপত্র আমফানইয়াস ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে দুর্গত মানুষদের কাছে পৌঁছে দিয়েছে খাবার, ওষুধ, পোশাক ও নিত্য প্রয়োজনীয় ব্যবহারের সামগ্রী।[৬] করোনাকালে অক্সিজেনের হাহাকার, মানুষ যখন দিশাহারা তখন পত্রিকার সদস্য ও পাঠকদের সহযোগিতায় গড়া তহবিলের মাধ্যমে মানুষের হাতে তথ্যসূত্র পৌঁছে দিয়েছে অক্সিজেন সিলিন্ডার, খাদ্য সামগ্রী, মাস্ক ও স্যানিটাইজার। প্রতি বছর মেধাবী ও আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের হাতে তথ্যসূত্র গবেষণাপত্র তুলে দেয় সত্য-সবিতা মেধা বৃত্তি[৭]

স্মারক সম্মান প্রদান সম্পাদনা

তথ্যসূত্র গবেষণাপত্র প্রতি বছর সাহিত্যক্ষেত্রে গুণীজনদের দুটি সম্মাননা প্রদান করে, গোপাল হালদার স্মারক সম্মানসবিতাদেবী স্মারক সম্মান

গোপাল হালদার স্মারক সম্মান সম্পাদনা

আজীবন গবেষণা কর্মের জন্য তথ্যসূত্র গবেষণাপত্র প্রদান করে গোপাল হালদার স্মারক সম্মান[৮] বিশিষ্ট সাহিত্যিক গোপাল হালদারের নামাঙ্কিত এই সম্মান সাহিত্য ক্ষেত্রে বহু গুণীজনের হাতে বিগত ১৬ বছর ধরে তথ্যসূত্র প্রদান করে আসছে।[৯] যিনি এই সম্মানে সম্মানিত হন তিনি গোপাল হালদার স্মারক বক্তৃতা পরিবেশন করেন।

যারা গোপাল হালদার স্মারক সম্মান পেয়েছেন :

বছর প্ৰাপক সাহিত্যে অবদান
২০০৬ ড. অমিয় রতন ধর গোপাল হালদার ভাণ্ডারী
২০০৭ অভিজিৎ রায় গবেষক
২০০৮ ড. স্বপন বসু গবেষক (বিষয় : উনিশ শতক) ও প্রাবন্ধিক
২০০৯ সত্য গুহ গবেষক
২০১০ ড. নির্মলকুমার নাগ গবেষক
২০১১ মানিক ঘোষ কবি
২০১২ ড. সত্যবতী গিরি গবেষক (মধ্যযুগ) ও অধ্যাপক, যাদবপুর বিশ্ববিদ্যালয়
২০১৪ ড. অজয় রায় গবেষক
২০১৫ বারিদবরণ ঘোষ প্রাবন্ধিক (বঙ্গীয় সাহিত্য পরিষদের প্রাক্তন সভাপতি)
২০১৭ ড. পিনাকেশ সরকার গবেষক ও অধ্যাপক, যাদবপুর বিশ্ববিদ্যালয়
২০১৮ সুশোভন অধিকারী[১০] রবীন্দ্র গবেষক ও চিত্রশিল্পী, বিশ্বভারতী
২০১৯ অভ্র ঘোষ[৮] গবেষক
২০২১ ড. বিজন ঘোষাল[১১] রবীন্দ্র গবেষক
২০২২ ডা: শঙ্করকুমার নাথ গবেষক ও ডাক্তার
২০২৩ ড. তরুণ মুখোপাধ্যায় বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক

সবিতাদেবী স্মারক সম্মান সম্পাদনা

সাহিত্যক্ষেত্রে তরুণ গবেষকের হাতে কথাসাহিত্যিক সবিতা রায়চৌধুরীর নামাঙ্কিত সবিতাদেবী স্মারক সম্মান প্রতি বছর প্রদান করা হয়।

যারা সবিতাদেবী স্মারক সম্মান পেয়েছেন :

বছর প্ৰাপক সাহিত্যে অবদান
২০১৮ মনোরঞ্জন সরদার[১২] তরুণ গবেষক
২০১৯ শুভাশিস চক্রবর্তী প্রাবন্ধিক, অহর্নিশ পত্রিকার সম্পাদক
২০২১ ড. প্রসূন মাঝি গবেষক ও অধ্যাপক
২০২২ দীপঙ্কর মল্লিক তরুণ গবেষক ও তবু একলব্য পত্রিকার সম্পাদক
২০২৩ ডা: সুদীপ্ত চট্টোপাধ্যায় তরুণ কবি ও ডাক্তার

উল্লেখযোগ্য সংখ্যা সম্পাদনা

  • বাংলা কথাসাহিত্যে মন্বন্তর (১৯৯৬)
  • প্রসঙ্গ জীবনানন্দ
  • বিষয় মধ্যযুগ
  • প্রসঙ্গ তারাশঙ্কর
  • ভাওয়ালের কবি গোবিন্দচন্দ্র দাস
  • আবিষ্কারের শতবর্ষে চর্যাপদ
  • সার্ধশতবর্ষে বিপিনচন্দ্র পাল
  • মতান্তরে মনান্তরে রবীন্দ্রনাথ (২০০৯)
  • প্রয়াণকথা স্মরণকথা (২০১০)
  • রবীন্দ্রনাথের মাস্টারমশাই
  • সার্ধশতবর্ষে কবি মানকুমারী বসু
  • আত্মবিরোধী রবীন্দ্রনাথ
  • ঠাকুরবাড়ির বলেন্দ্রনাথ (২০১৪)
  • নবনির্মাণে চর্যাপদ
  • বাঙালি গীতিকার
  • সবিতাদেবী স্মারক সংখ্যা (২০১৭)
  • স্বাধীনতাপূর্ব বাঙালির কারাবাসের কথা[১৩]
  • অনুরাগী পাঠক ও জীবনানন্দ (২০১৯)
  • অনুজের সৃজনকথায় রবীন্দ্রনাথ
  • দেশভাগ : স্মৃতি ও সত্তার বিষাদ (২০২০)[১৪]
  • সার্ধশতবর্ষে অবনীন্দ্রনাথ (২০২১)
  • কবির চোখে কবি (২০২২)
  • ২৮-এ পা : ১৯৯৬-২০২৩ (২০২৩)[১৫]
  • ঠাকুরবাড়ির শিকল ভাঙার কথা (২০২৩)[১৬]
  • কমিউনিস্ট কর্মী আত্মকথার দর্পণে (২০২৪) [যন্ত্রস্থ]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "তথ্যসূত্র"www.facebook.com। সংগ্রহের তারিখ ২০২২-০৭-০৭ 
  2. "তথ্যসূত্র, 318/A Station Road (West), New Barrackpur, North 24 Parganas (2022)"www.medioq.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৭-০৭ 
  3. "সুব্রত রায়চৌধুরী"উইকিপিডিয়া। ২০২২-০৭-০৭। 
  4. বারিদবরণ ঘোষ। ""প্রকাশকের পাকশালায়" (প্রতিদিন বই-দিন : বাঙালি গীতিকার, তথ্যসূত্র গবেষণাপত্র)"সংবাদ প্রতিদিন (Epaper)। সংগ্রহের তারিখ ২০২২-০৮-১১ 
  5. "TATTHYASUTRA"TATTHYASUTRA। ২০২২-০৭-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৭-০৭ 
  6. Portal, K. D. (২০২০-০৬-১৫)। "আম্ফানে ন্যাজাটে দুর্গতদের পাশে তথ্যসূত্র গবেষণাধর্মী পত্রিকা ও মিলন তীর্থ ক্লাবের ত্রাণ বিলি"Kalomer Duniya | Bengali News Portal (ইংরেজি ভাষায়)। ২০২২-০৭-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৭-০৭ 
  7. "সত্য-সবিতা মেধাবৃত্তি | তথ্যসূত্র পত্রিকা | Tatthyasutra" 
  8. Portal, K. D. (২০১৯-১১-২৪)। "গোপাল হালদার স্মারক সম্মান পেলেন গবেষক অভ্র ঘোষ"Kalomer Duniya | Bengali News Portal (ইংরেজি ভাষায়)। ২০২২-০৭-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৭-০৭ 
  9. "গোপাল হালদার স্মারক সম্মান ২০১৭" 
  10. "গোপাল হালদার স্মারক সম্মান ২০১৮"দৈনিক স্টেটসম্যান। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৫ 
  11. "স্মরণ-সম্মান, কলকাতার কড়চা, আনন্দবাজার পত্রিকা"mepaper.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৫ 
  12. "সবিতাদেবী স্মারক সম্মান | সুখবরের দর্পণে | দৈনিক সুখবর"দৈনিক সুখবর, তথ্যসূত্র ফেসবুক পেজ। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৫ 
  13. ঘোষ, বারিদবরণ। "চৈত্র শেষের ঝরা মুকুল"Epaper Sangbad Pratidin। সংগ্রহের তারিখ ২০২২-০৭-০৭ 
  14. "দেশভাগ নিয়ে, কলকাতার কড়চা, আনন্দবাজার পত্রিকা"mepaper.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৫ 
  15. অপরাজিতা, বন্দ্যোপাধ্যায়। "তথ্যসূত্রের ২৮ বছরের পথ চলা"ফেসবুক 
  16. অপরাজিতা, বন্দ্যোপাধ্যায়। "ঠাকুরবাড়ির শিকল ভাঙার কথা"ফেসবুক