তত্ত্ব (ভারতীয় দর্শন)

ভারতীয় দার্শনিক ধারণা

তত্ত্ব (সংস্কৃত: तत्त्व), ভারতীয় দর্শনে, হলো বাস্তবতার উপাদান বা দিক যা মানুষের অভিজ্ঞতা গঠন করে।[] তত্ত্ব হল সংস্কৃত শব্দ যার অর্থ 'সেইতা', 'নীতি', 'সত্য' বা 'বাস্তবতা'।[] কিছু ঐতিহ্যে, তাদেরকে দেবতার দিক হিসেবে কল্পনা করা হয়। যদিও তত্ত্বের সংখ্যা দার্শনিক দর্শনের উপর নির্ভর করে পরিবর্তিত হয়, তবে তারা একসাথে আমাদের সমস্ত অভিজ্ঞতার ভিত্তি বলে মনে করা হয়। সাংখ্য দর্শন ২৫টি তত্ত্বের ব্যবস্থা ব্যবহার করে, যেখানে শৈবধর্ম ৩৬টি তত্ত্বকে স্বীকৃতি দেয়। বৌদ্ধধর্মে, সমতুল্য হল ধম্মের তালিকা যা বাস্তবতা গঠন করে, যেমন নাম-রূপ।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Osto 2018, পৃ. 204-205।
  2. "tattva - of the truth" from BG 2.16 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০০৭-০২-২৩ তারিখে

বহিঃসংযোগ

সম্পাদনা