ঢাকা মুসলমান সুহৃদ সম্মিলনী

ঢাকা মুসলমান সুহৃদ সম্মিলনী ১৯ শতকের শেষের দিকে ঢাকায় অবস্থিত মুসলমানদের একটি সংস্কারবাদী সংগঠন ছিল।[১]

ইতিহাসসম্পাদনা

ঢাকা মুসলিম সুহৃদ সম্মিলনী ১৮৮৩ সালে ঢাকা কলেজের মুসলিম ছাত্রদের দ্বারা প্রতিষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন হিম্মত আলী এবং প্রতিষ্ঠাতা সম্পাদক আবদুল আজিজ। সংগঠনটি আঞ্জুমান-ই-আহবাব-ই-ইসলামিয়া এবং ঢাকা মুহাম্মদান ফ্রেন্ডস ইউনিয়ন নামেও পরিচিত ছিল। প্রতিষ্ঠাতারা ছিলেন উবায়দুল্লাহ আল উবায়দী সোহরাওয়ার্দীর অনুসারী। সংগঠনটি মুসলমানদের, বিশেষ করে মুসলিম মহিলাদের শিক্ষার উন্নতির দিকে মনোনিবেশ করেছিল। সংস্থাটি প্রথম থেকে পাঁচ শ্রেণীর ছাত্রদের জন্য স্কুলের ব্যবস্থা করে। ১৮৮৯ সালে ঢাকার বিশিষ্ট মুসলমান, যেমন: ঢাকা মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আবুল খায়ের মোহাম্মদ সিদ্দিক, এবং কাজী রাজিউদ্দিন, একজন জমিদার, এবং সৈয়দ আওলাদ হোসেন। ১৯০৫ সালের ১৬ ডিসেম্বর পূর্ববঙ্গপশ্চিমবঙ্গে বঙ্গভঙ্গের পর সংগঠনটি বন্ধ হয়ে যায়। এটি মোহামেডান প্রাদেশিক ইউনিয়ন দ্বারা সফল হয়েছিল।[২][৩]

তথ্যসূত্রসম্পাদনা

  1. Khan, Muhammad Mojlum (২০১৩)। The Muslim Heritage of Bengal: The Lives, Thoughts and Achievements of Great Muslim Scholars, Writers and Reformers of Bangladesh and West Bengal (ইংরেজি ভাষায়)। Kube Publishing Ltd। পৃষ্ঠা 137। আইএসবিএন 978-1-84774-062-5 
  2. Ahmed, Wakil। "Dhaka Mussalman Suhrid Sammilani"en.banglapedia.org। Banglapedia। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২০ 
  3. Amin, S. N. (১৯৯৬)। The World of Muslim Women in Colonial Bengal, 1876-1939 (ইংরেজি ভাষায়)। BRILL। পৃষ্ঠা 150। আইএসবিএন 978-90-04-10642-0। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২০