ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন, ২০২০

দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২০ সালের মেয়র নির্বাচন ১ ফেব্রুয়ারি ২০২০ তারিখে অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচনে মোট ৬ জন প্রধান প্রার্থী অংশগ্রহণ করেছিলেন। ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস জয়লাভ করেন।[১] দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইশরাক হোসেন।[২]

ঢাকা দক্ষিণ মেয়র নির্বাচন, ২০২০

← ২০১৫ ১ ফেব্রুয়ারি ২০২০ ২০২৫ →
 
প্রার্থী শেখ ফজলে নূর তাপস ইশরাক হোসেন
দল আওয়ামী লীগ বিএনপি
জনপ্রিয় ভোট ৪২৪,৫৯৫ ২৩৬,৫১২
শতকরা ৬০.৭৬% ৩৩.৮৪%

নির্বাচনের পূর্বে মেয়র

সাঈদ খোকন
আওয়ামী লীগ

নির্বাচিত মেয়র

শেখ ফজলে নূর তাপস
আওয়ামী লীগ

এটি ২০২০ সালের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের পাশাপাশি সম্পূর্ণরূপে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে পরিচালিত বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচনগুলির মধ্যে একটি। এর আগে দেশটিতে ইভিএমের সীমিত ব্যবহার ছিল। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ইভিএম গ্রহণে সমর্থন দিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতারাসহ অন্যান্য দলের নেতারা বলেছেন, তারা আশঙ্কা করছেন যে মেশিনগুলো ভোট কারচুপির জন্য ব্যবহার করা হবে। একটি উদ্বেগ প্রকাশ করা হয়েছিল যে মেশিনগুলিতে ভোটার-যাচাইকৃত কাগজের অডিট ট্রেল নেই।[৩][৪][৫]

ফলাফল সম্পাদনা

মেয়র নির্বাচনের ফলাফল[৬]
প্রার্থী দল ভোট শতাংশ +/-
শেখ ফজলে নূর তাপস আওয়ামী লীগ ৪২৪,৫৯৫ ৬০.৭৬ নতুন
ইশরাক হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২৩৬,৫১২ ৩৩.৮৪ নতুন
আব্দুর রহমান ইসলামী আন্দোলন ২৬,৫২৫ ৩.৭৯ নতুন
সাইফুদ্দিন আহমেদ মিলন জাতীয় পার্টি (এরশাদ) ৫,৫৯৩ ০.৮০ নতুন
বাহরানে সুলতান বাহার ন্যাশনাল পিপলস পার্টি ৩,১৫৫ ০.৪৫ নতুন
আখতারুজ্জামান আলিয়াস আয়াতুল্লাহ বাংলাদেশ কংগ্রেস ২,৪২১ ০.৩৪ নতুন
বাতিল ব্যালট - -
সংখ্যাগরিষ্ঠতা ১,৮৮,০৮৩ - -
ভোটদান ৭,১১,৪৮৮ - -
মোট নিবন্ধিত ভোটার সংখ্যা ২৪,৫৩,১৯৪ -
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে সুয়িঙ

তথ্যসূত্র সম্পাদনা

  1. "The Daily Star's coverage of the 2020 Dhaka City Polls"The Daily Star 
  2. "Atiqul and Taposh elected Dhaka's new guardians"Dhaka Tribune। ফেব্রুয়ারি ২, ২০২০। 
  3. "First major EVM-only polls: Big test for Election Commission"The Daily Star। জানুয়ারি ২৯, ২০২০। 
  4. "Analysis: Debates continue over EVM use in Dhaka city election"Daily Sun 
  5. "Voters keep off"The Daily Star। ফেব্রুয়ারি ২, ২০২০। 
  6. "Dhaka South City election result"Prothom Alo। ৩ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২০