ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র বা ঢাকা দক্ষিণে মেয়র হলেন বাংলাদেশের রাজধানী ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র। ঢাকা মহানগরের দক্ষিণ অংশ পরিচালনার জন্য প্রতিষ্ঠিত দক্ষিণ সিটি কর্পোরেশন এখানকার নগরপ্রশাসন ও স্বায়ত্তশাসিত স্থানীয় সরকার সংস্থা। মেয়র, সিটি কর্পোরেশনের কার্যনির্বাহী প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন এবং তিনি প্রতি পাঁচ বছর পরপর নাগরিকের সরাসরি ভোটে নির্বাচিত হন। ঢাকা দক্ষিণের মেয়র পদটি সাধারণত মন্ত্রী পদমর্যাদার।[১] মেয়র অনুপস্থিতিতে সিটি কর্পোরেশন এর কার্যপরিচালনার জন্য একজন প্রশাসক থাকেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র | |
---|---|
দায়িত্ব শূন্য ১৯ আগস্ট ২০২৪ থেকে | |
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন | |
সম্বোধনরীতি | মাননীয় মেয়র |
অবস্থা | নগর প্রধান |
সংক্ষেপে | ঢাকা দক্ষিণের মেয়র |
যার কাছে জবাবদিহি করে | স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় |
আসন | নগর ভবন, ঢাকা দক্ষিণ |
মনোনয়নদাতা | সরাসরি ভোটে নির্বাচিত |
মেয়াদকাল | ৫ বছর |
সর্বপ্রথম | সাঈদ খোকন |
গঠন | ২৯ নভেম্বর ২০১১ |
ডেপুটি | প্যানেল মেয়র |
বেতন | বার্ষিক ৳ ১০,২০,০০০ |
ওয়েবসাইট | dscc.gov.bd |
২০১১ সালের ২৯ নভেম্বরের পূর্বে ঢাকা একটি সিটি কর্পোরেশনের অধীনে ছিলো যা পরে ভাগ করে ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নামে বিভক্ত করা হয়। অবিভক্ত থাকাবস্থায় একজন মেয়রই দায়িত্ব পালন করতেন। বিভক্ত হওয়ার পর দুই অংশে দুইজন মেয়র দায়িত্ব পালন করেন। বিভক্ত হওয়ার পর উত্তরে প্রথম মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৫ সালের ২৮ এপ্রিল যাতে আওয়ামী লীগের প্রার্থী সাঈদ খোকন দক্ষিণের প্রথম মেয়র নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ ২০২০ সালের নির্বাচনে শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন।
মেয়রের তালিকা
সম্পাদনানং | চিত্র | নাম | কার্যালয়ে বসার তারিখ | কার্যালয় ত্যাগের তারিখ | মেয়াদকাল | দল | নির্বাচন | সূত্র | |
---|---|---|---|---|---|---|---|---|---|
১ | সাঈদ খোকন (জন্ম ১৯৭০) | ৭ মে ২০১৫ | ১৫ মে ২০২০ | ৫ বছর, ৮ দিন | আওয়ামী লীগ | ২০১৫ | [২] | ||
২ | শেখ ফজলে নূর তাপস (জন্ম ১৯৭১) | ১৬ মে ২০২০ | ১৯ আগস্ট ২০২৪ | ৪ বছর, ১৯৪ দিন | আওয়ামী লীগ | ২০২০ | [৩][৪] |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "মন্ত্রীর পদমর্যাদা পেলেন ঢাকার দুই মেয়র, না'গঞ্জের মেয়র উপমন্ত্রী"। জনকণ্ঠ। ২৮ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "শপথ নিলেন তিন মেয়র"। ভোরের কাগজ। ১ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "ঢাকা দক্ষিণে মেয়রের দায়িত্ব নিলেন তাপস"। বণিক বার্তা। ২৮ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২০।
- ↑ "দক্ষিণে তাপসের জয়"। ডেইলি স্টার। ২৮ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২০।