ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচন, ২০১৯

মেয়র আনিসুল হকের মৃত্যুর কারণে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়।[১] প্রধান বিরোধী দল বিএনপি এই নির্বাচন বয়কট করে।[২] মোট ৫ জন মেয়র প্রার্থী নির্বাচনে অংশ নেন। আওয়ামী লীগের আতিকুল ইসলাম নির্বাচনে ৭,৮৬,৪৭৩ ভোট পেয়ে জয়ী হন। গত নির্বাচনের তুলনায় এই নির্বাচনে ভোট দানের হার ৬.২৪% হ্রাস পায়।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচন, ২০১৯

নিবন্ধিত ভোটার৩০,৩৫,৫৯৯
ভোটের হার৩১.০৫% হ্রাস ৬.২৪%
মেয়র উপনির্বাচন
২৮ ফেব্রুয়ারি ২০১৯
 
মনোনীত আতিকুল ইসলাম শাফিন আহমেদ
দল আওয়ামী লীগ জাতীয় পার্টি
জনপ্রিয় ভোট ৮,৩৯,২০২ ৫২,৮২৯
শতকরা ৮৯.০৪% ৫.৬০%

নির্বাচনের পূর্বে মেয়র

আনিসুল হক
আওয়ামী লীগ

নির্বাচিত মেয়র

আতিকুল ইসলাম
আওয়ামী লীগ

ফলাফল সম্পাদনা

মেয়র নির্বাচনের ফলাফল[৩]
প্রার্থী পার্টি ভোট শতাংশ +/-
আতিকুল ইসলাম আওয়ামী লীগ ৮,৩৯,৩০২ ৮৯.০৫ ৩৬.৪৪
শাফিন আহমেদ জাতীয় পার্টি (এরশাদ) ৫২,৮২৯ ৫.৬০ ৫.২৬
আবদুর রহিম স্বতন্ত্র ১৪,০৪০ ১.৪৯ নতুন
সাহিন খান পিডিপি ৮,৬৫০ ০.৯২ নতুন
আনিসুর রহমান দেওয়ান জাতীয় পিপলস পার্টি ৮,৯৯৫ ০.৯৫ নতুন
প্রত্যাখ্যাত ব্যালট ১৮,৭২৩ ১.৯৯ -১.৮৫
সংখ্যাগরিষ্ঠতা ৭,৮৬,৪৭৩ ৮৩.৪৪ ৬৭.০৮
ভোটদান ৯,৪২,৫৩৯ ৩১.০৫ -৬.২৫
মোট নিবন্ধিত ভোটার ৩০,৩৫,৫৯৯   ২৯.৪৬
আওয়ামী লীগ আসন ধরে রাখে সুয়িঙ +১৫.৫৯

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বৃষ্টিমুখর দিনে 'অলস' সময় পার ভোট কর্মকর্তাদের"বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০২৩ 
  2. "ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন সম্পন্ন"ভিওএ। ১ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০২৩ 
  3. "ঢাকা উত্তর সিটির মেয়র পদে আতিকুল ইসলাম জয়ী"দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০২৩