মেয়র আনিসুল হকের মৃত্যুর কারণে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান বিরোধী দল বিএনপি এই নির্বাচন বয়কট করে। মোট ৫ জন মেয়র প্রার্থী নির্বাচনে অংশ নেন। আওয়ামী লীগেরআতিকুল ইসলাম নির্বাচনে ৭,৮৬,৪৭৩ ভোট পেয়ে জয়ী হন। গত নির্বাচনের তুলনায় এই নির্বাচনে ভোট দানের হার ৬.২৪% হ্রাস পায়।