বদিউল আলম মজুমদার

বাংলাদেশী অর্থনীতিবিদ
(ড. বদিউল আলম মজুমদার থেকে পুনর্নির্দেশিত)

বদিউল আলম মজুমদার (জন্ম ফেব্রুয়ারি ১৯৪৬) একজন বাংলাদেশি অর্থনীতিবিদ, উন্নয়নকর্মী, রাজনীতি বিশ্লেষক, স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ।[] তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য সংস্থা ‘দি হাঙ্গার প্রজেক্ট’-এর বাংলাদেশি শাখার পরিচালক ও বৈশ্বিক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।[] এছাড়া তিনি নাগরিক সংগঠন ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’-এর প্রতিষ্ঠাতা সম্পাদক।[]

বদিউল আলম মজুমদার
জন্মফেব্রুয়ারি ১৯৪৬
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ববাংলাদেশ
প্রতিষ্ঠানসিয়াটোল ইউনিভার্সিটি
ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি
সেন্ট্রাল ওয়াশিংটন ইউনিভার্সিটি
কাজের ক্ষেত্রপল্লী উন্নয়ন, কল্যাণমূলক অর্থনীতি,
শিক্ষায়তনঢাকা বিশ্ববিদ্যালয়
কেস ওয়েস্টার্ন রিভার্স ইউনিভার্সিটি
অবদানসমূহসুজন
দি হাঙ্গার প্রজেক্ট

জন্ম ও প্রাথমিক জীবন

সম্পাদনা

বদিউল আলম ১৯৪৬ সালের ফেব্রুয়ারিতে কুমিল্লা জেলার লাকসাম উপজেলার পোলাইয়া গ্রামে জন্মগ্রহণ করেন।[] ১৯৬২ সালে তিনি উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে একই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ক্ল্যারমন্ট গ্র্যাজুয়েট স্কুল থেকে স্নাতকোত্তর এবং কেস ওয়েসটার্ন রিভার্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[]

কর্মজীবন

সম্পাদনা

বদিউল আলম ১৯৬৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদে প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৭০ সালে উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্র গমন করার পর, উচ্চ শিক্ষা শেষ করে ১৯৭৭ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত সিয়াটোল ইউনিভার্সিটি, ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি ও সেন্ট্রাল ওয়াশিংটন ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। এছাড়া ১৯৮০ সালে কিছুকাল তিনি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসায় পরামর্শক হিসেবেও কাজ করেন।

১৯৯১ সালে তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং ১৯৯৩ সালের মাঝামাঝিতে দি হাঙ্গার প্রজেক্টের সাথে যুক্ত হন।[] ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীর (বার্ড) বোর্ড অব গভর্নরস্-এর একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।[] তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের উপদেষ্টা পরিষদের একজন সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। ড. ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তিনি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "কে এই বদিউল আলম মজুমদার?"মানবজমিন। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৯ 
  2. "দি হাঙ্গার প্রজেক্ট স্টাফ"। ২১ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০১৫ 
  3. সুজন (সুশাসনের জন্য নাগরিক)
  4. "ড. বদিউল আলম মজুমদার এর ব্যক্তিগত ওয়েবসাইট"। ২৭ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০১৫